Advertisement

Shadashtak Yog Lucky Zodiac Signs : মঙ্গল-শনি ষড়াষ্টক যোগ, ১৬ তারিখ থেকে ৪ রাশির সুসময় শুরু

Mangal Shani Yuti : বর্তমানে মঙ্গল বৃষ রাশিতে বসে রয়েছে। আগামী ১৬ অক্টোবর বৃষ রাশি থেকে বেরিয়ে সেটি মিথুনে (Mithun Rashi) প্রবেশ করে। অন্যদিকে শনিদেব ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে রয়েছেন। এবার মঙ্গল প্রবেশের ফলে ষড়াষ্টক যোগ (Shadashtak Yog) তৈরি হচ্ছে। চলুন জেনে নেওয়া এর ফলে কোন কোন রাশির ভাল সময় আসতে চলেছে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Oct 2022,
  • अपडेटेड 6:52 PM IST
  • মিথুনে যাচ্ছে মঙ্গল
  • আগে থেকেই সেখানে রয়েছে শনি
  • তৈরি হচ্ছে ষড়াষ্টক যোগ

মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। ৪৫ দিনের ব্যবধানে রাশি পরিবর্তন করে মঙ্গল। বর্তমানে মঙ্গল বৃষ রাশিতে বসে রয়েছে। আগামী ১৬ অক্টোবর বৃষ রাশি থেকে বেরিয়ে সেটি মিথুনে (Mithun Rashi) প্রবেশ করে। অন্যদিকে শনিদেব ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে রয়েছেন। এবার মঙ্গল প্রবেশের ফলে ষড়াষ্টক যোগ (Shadashtak Yog) তৈরি হচ্ছে। চলুন জেনে নেওয়া এর ফলে কোন কোন রাশির ভাল সময় আসতে চলেছে। 

মেষ রাশি (Aries) - জ্যোতিষ শাস্ত্র অনুসারে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এই পরিস্থিতিতে যে সমস্ত রাশির মানুষেরা বিশেষভাবে লাভবান হতে চলেছেন তাঁদের মধ্যে রয়েছেন মেষের জাতক জাতিকারাও। এই সময়ে মেষ রাশির জাতকেরা অনেক কাজেই সাফল্য পাবেন। আর শুধু তাই নয়, ঊর্ধ্বতন কর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং আর্থিক অবস্থার উন্নতিও হবে।

সিংহ রাশি (Leo) - এই যোগের ফলে সিংহ রাশির মানুষদের সময় অনুকূলে থাকবে। আর্থিক ক্ষেত্রেও অগ্রগতি হবে। আর শুধু তাই নয়, এই সময়ের মধ্যে অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়বে। ফলে নিজেকে ক্ষমতাবান অনুভব করবেন।

আরও পড়ুন

মকর রাশি (Capricorn) - এই রাশির জাতকরা শত্রুদের বিরুদ্ধে জয় পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রেও এই রাশির জাতিক জাতিকারা ভাল পারফরম্যান্স দিতে পারবেন। ব্যবসাতেও উন্নতি ও সাফল্য পাবেন।

মীন রাশি (Pisces) - ষড়াষ্টক যোগের ফলে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। কারণ আর্থিক যোগ এই সময় মজবুত হচ্ছে। পাশাপাশি পরিবারিক পরিস্থিতিরও উন্নতি হবে এবং পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। 

(Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল আলাদা হতে পারে।)

 

Read more!
Advertisement
Advertisement