Advertisement

March Raj Yog Lucky Zodiacs: ৪ রাশির কোষ্ঠীতে রাজ যোগ, মাইনে বাড়ার মাসে ব্যবসা-চাকরি তুঙ্গ সাফল্য

কোষ্ঠীতে ১২টি ঘর রয়েছে। এর মধ্যে নবম ঘর এবং দশম ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরগুলি ভাগ্য এবং কর্মের প্রতিনিধিত্ব করে। কারও জন্ম কোষ্ঠীতে নবম ও দশম ঘরে গ্রহের সংমিশ্রণে রাজযোগ তৈরি হয়। রাজা যোগের প্রভাবগুলি অত্যন্ত ইতিবাচক। এর ফলে আর্থিক উন্নতি হয়।

March Horoscope 2023 মার্চের রাশিফল। March Horoscope 2023 মার্চের রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Feb 2023,
  • अपडेटेड 8:49 PM IST
  • মার্চের আগে তৈরি হচ্ছে রাজযোগ।
  • ৪ রাশির জাতক-জাতিকারা পাবেন শুভ ফল।

দেখতে দেখতে শেষ হতে চলল বছরের দ্বিতীয় মাস। এবার শুরু হতে চলেছে মার্চ। মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আর্থিক বছরের শেষ মাস। এ মাসেই হিসাবনিকাশ করার পালা। সেই সঙ্গে মাইনে বাড়ার মাসও এটা। এ মাসেই ঠিক হয় সারা বছর কে কেমন পারফরম্যান্স করেছেন, তার ভিত্তিতে কতটা মাইনে বাড়ানো উচিত! তাই চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই গ্রহের ফেরে তৈরি হচ্ছে শুভ রাজ যোগ। যার ফলে উপকৃত হবেন ৪ রাশির জাতক-জাতিকারা।      

রাজ যোগ কী? 

কোষ্ঠীতে ১২টি ঘর রয়েছে। এর মধ্যে নবম ঘর এবং দশম ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরগুলি ভাগ্য এবং কর্মের প্রতিনিধিত্ব করে। কারও জন্ম কোষ্ঠীতে নবম ও দশম ঘরে গ্রহের সংমিশ্রণে রাজযোগ তৈরি হয়। রাজা যোগের প্রভাবগুলি অত্যন্ত ইতিবাচক। এর ফলে আর্থিক উন্নতি হয়। পাশাপাশি পারিবারিক ও বৈবাহিক সম্পর্কও দারুণ হয়। সহজ কথায়, এই শুভ যোগের কারণে কোনও ব্যক্তি রাজার মতো জীবনযাপন করেন!চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উন্নতি হতে চলেছে মার্চ মাসে।

আরও পড়ুন

মিথুন- ২০২৩ সালে গঠিত এই রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের সবচেয়ে ফলদায়ক হবে। এর প্রভাবে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন তাঁরা। বিবিধ আর্থিক সুবিধা পাবেন। শুক্র গ্রহটি আপনার কর্ম ঘরে থাকায় শুভ ফল পাবেন। চাকরি ও ব্যবসায় প্রভূত উন্নতির যোগ। চাকরিতে পদোন্নতির যোগ। বাড়বে আয়। ব্যবসায়ীরা লাভে থাকবেন। শত্রুবিজয় করতে সমর্থ হবেন। 

কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের দারুণ কাটবে গোটা বছর। আর্থিকভাবে তাঁরা লাভবান হবেন। বিবিধ অর্থ সংক্রান্ত সুবিধা পাবেন তাঁরা। আটকে থাকা টাকা ফিরে আসবে। চাকরীজীবীরা পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা এই রাজযোগ থেকে  লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকাদের বাড়বে আয়। 

ধনু- রাজ যোগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদ হতে চলেছে। এর শুভ প্রভাবে তাঁরা প্রভূত আর্থিক সুবিধা পাবেন। এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি শেষ হয়ে গিয়েছে। এবার তাঁরা উন্নতি করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবন, প্রেম জীবন এবং আইনি বিষয়ে সাফল্য পাবেন। কাজে আটকে থাকা বাধা সরে যাবে। বাড়বে আয়। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। 

Advertisement

মকর- এই রাজ যোগ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই সহায়ক  হবে। আপনার আর্থিক উন্নতি হবে। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। বিনিয়োগের জন্য এটা অনুকূল সময়। পুরনো বিনিয়োগ থেকে লাভ করবেন। নতুন সম্পত্তি কেনার যোগ। চাকরি ও ব্যবসায় প্রভূত সাফল্যের যোগ। ভাগ্য আপনার সঙ্গ দেবে। 

Read more!
Advertisement
Advertisement