Advertisement

Today's Panchang 12 August 2021: পঞ্চাঙ্গ অনুযায়ী এই সময় আজকের মাহেন্দ্র যোগ!

পঞ্জিকা ১২ অগাস্ট ২০২১ (Panjika 12 August 2021): পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এক নজরে দেখে নিন আজকের শুভ মুহূর্ত, নক্ষত্রযোগ, রাহুকাল এবং সারাদিনের বিশেষ লগ্ন। জানুন আজকের পঞ্চাঙ্গ (Panchang)।

জানুন আজকের পঞ্চাঙ্গ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2021,
  • अपडेटेड 7:22 AM IST
  • পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের ভাষায় 'পঞ্চাঙ্গ' বা 'পঞ্জিকা' বলা হয়।
  • আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষ চতুর্থী তিথি।
  • চাঁদ কন্যা রাশিতে স্থানান্তর করবে। 

পঞ্চাঙ্গ  ১২ অগাস্ট ২০২১ (Panchang 12 August 2021): পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের ভাষায় 'পঞ্চাঙ্গ' (Panchang) বা 'পঞ্জিকা' (Panjika) বলা হয়। এটি গ্রহ - নক্ষত্রে এবং চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয়। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল - তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ (Today's Panchang)। 


 পঞ্চাঙ্গ ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

* বিক্রম সম্বত - ২০৭৮, আনন্দ 

* শক সম্বত - ১৯৪৩, প্লব 

* এদিন শ্রাবণ মাসের শুক্ল পক্ষের চতুর্থী লাগবে বিকেল ৩:৫৬ মিনিটে। 

* সূর্য কর্কট রাশিতে এবং চাঁদ কন্যা রাশিতে স্থানান্তর করবে। 

* জন্মে - কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী রবির দশা। সকাল ১০:২১ মিনিটে দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী চন্দ্রের দশা। 

* মৃতে - দ্বিপাদদোষ। সকাল ১০:২১-এ দোষ নাই।       


আজকের পঞ্জিকা

* শ্রাবণ শুক্লপক্ষ চতুর্থী
* নক্ষত্র - উত্তর ফাল্গুনি 
* আজকের কম্পাস: দক্ষিণ দিকে।
* আজকের অবস্থান: ০২:০৮ - ০৩:৪৪ মিনিটে। 

* সূর্যোদয় -  সকাল ৫:১৫ মিনিটে 
* সূর্যাস্ত -  সন্ধ্যা ৬:১০ মিনিটে 

শুভ সময় 

* অভিজিৎ মুহূর্ত - বেলা ১২:০৬ - ১২:৫৭ মিনিট
* অমৃত কাল - দুপুর ০২:১৩ - ০৩:৪৫ মিনিট
* ব্রহ্ম মুহূর্ত - ভোর ০৪:২৯ - ০৫:১৭ মিনিট 

যোগ 

* অমৃত যোগ - রাত ১২:৪৩ - ০৩:০৩ মিনিট

* মাহেন্দ্র যোগ - সকাল ০৭:০১ মিনিটের মধ্যে এবং সকাল ১০:২২ - ১২:৫২ মিনিটের মধ্যে। 

Advertisement

* গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা - র৯   চ১২  ম১০  বু১০  বৃ২৩  শু২২  রা৪  কে১৭ 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement