Leadership Zodiac: কিছু মানুষ ভাল কথা বলেন। বক্তব্য রাখেন, ভাষণ দেন। মিথ্যে বললেও সব কথা বিশ্বাসযোগ্য মনে হয়। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা খুব সুন্দর কথা বলেন, মন খারাপ হলেও তারা খুব সহজেই অন্যের মন ভালো করতে পারেন, শুধু তাই নয় সুন্দর কথার দ্বারা তারা নিজেদের কাজ হাসিল করতেও খুব ভালো পারেন। জানুন কোন রাশির ব্যক্তিরা সুন্দর কথা বলতে পারেন। এঁদের মধ্যে নেতা হওয়ার গুণ থাকে। চাইলে রাজনীতিতে ভাল নাম করতে পারেন। কারণ মানুষ এদের কথা শুনতে ভালবাসে, বিশ্বাস করেন।
মিথুন রাশি(Gemini)
এই রাশির ব্যক্তিরা খুব ভালো কথা বলতে পারেন। এরা খুব বুদ্ধিমান প্রকৃতির লোক হন। নিজেদের কাজ হাসিল করবার জন্য এটা সকলের সঙ্গেই খুব ভালো ব্যবহার করেন। এদের কথার দ্বারা ভুলে যান প্রায় সকলেই। কথার জাদু দিয়েই এরা সকলকে ভুলিয়ে দেন। এরা খুব শান্ত প্রকৃতির ব্যক্তি হন।
তুলা রাশির (Libra)
এই রাশির ব্যক্তিরা কূটনীতিবিদ হয়ে থাকেন। তবে এরা নিজেদের কাজ করানোর জন্য সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। সকলেই এদের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করেন। তবে এদের কথায় আকৃষ্ট হয়ে সকলেই এদের কথায় ভুলে যান। তবে এরা নিজের স্বার্থসিদ্ধি হয়ে গেলে অন্যকে ভুলে যেতেও পিছপা হন না।
সিংহ (Leo)
ব্যক্তিরা প্রচন্ড আত্মবিশ্বাসী প্রকৃতির হয়, নিজের উপর আস্থা রেখে চলতেই এরা ভালবাসেন। এরা খুব বন্ধুপ্রেমী হন। যদি কোনও বন্ধুর অসুবিধা হয় তাহলে এরা পাশে দাঁড়াতে ভোলেন না। তবে এরা নিজের কথার দ্বারা সকলের মন জয় করতে ওস্তাদ । বন্ধুদের দুঃখ, কষ্টে এরা পাশে থাকেন, তাদের কষ্টেও এরা তাঁদের ভালোভাবে কথা বলে ভুলিয়ে রাখতে পারেন।
ধনু (Sagittarius )
ব্যক্তিরা খুব ভালো শ্রোতা, শুধু শ্রোতা না, ভালো বক্তাও। এরা সকলের কথা খুব মন দিয়ে শোনেন। তারপর নিজের বক্তব্য পোষণ করেন। তবে এরা সর্বদাই সকল কাজে এগিয়ে থাকতে পছন্দ করেন। এরা নিজেদের সুন্দর কথার দ্বারা সব মানুষকে নিজের দিকে আকর্ষণ করেন। এরা খুব সাহসী প্রকৃতির হয়ে থাকেন।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির ব্যক্তিরা আত্মবিশ্বাসের পূর্ণ থাকেন। এরা নিজের কাজ হাসিল করবার জন্য সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। এদের কথায় আকৃষ্ট হয়ে পড়েন সকলে। এই রাশির ব্যক্তিরা খুব মিষ্টি প্রকৃতির হয়ে থাকেন। জীবনে যে কাজে এরা হাত দেন সে কাজেই সফলতা মেলে। এরা খুব শান্ত স্বভাবের ব্যক্তি হন।