Advertisement

Rahu Gochar 2023 Lucky Zodiac Sign : ২০২৩-এ মীনে প্রবেশ রাহুর, ধনসম্পদে ৩ রাশির পোয়াবারো

২০২২ সালের মতো নতুন বছরেও অনেক গ্রহ গোচর করবে। আর সেই গোচরে রয়েছে রাহুও। আগামী বছরের ৩০ অক্টোবর রাশি পরিবর্তন করতে চলেছে রাহু (Rahu Gochar 2023)। ওইদিন দুপুর ১২.৩০ মিনিটে মেষ রাশি (Mesh Rashi) ছেড়ে মীন রাশিতে (Meen Rashi) প্রবেশ করবে রাহু। আর রাহুর এই গোচরের (Rahu Transit 2023) ফলে কিছু রাশির জাতক জাতিকারা ব্যাপকভাবে লাভবান হবেন। এই সময়ে কিছু রাশির মানুষ ভাগ্যের পুরোপুরি সমর্থন পাবেন এবং তঁদের শুভ সময় শুরু হবে। প্রতিটি কাজেই মিলবে সাফল্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক  কোন কোন রাশি এই সময় শুভ ফল পাবে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Dec 2022,
  • अपडेटेड 12:15 PM IST
  • ২০২৩-এও প্রচুর গোচর
  • মীনে যাবে রাহু
  • ৩ রাশির ভাগ্য সহায়

প্রত্যেক ব্যক্তির জীবনে রাশিচক্রের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহ নক্ষত্রের অবস্থান, রাশিচক্রে বিশেষ প্রভাব ফেলে। আর তার শুভ ও বা অশুভ প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। রাহুকে জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। ছায়া গ্রহ হওয়া সত্ত্বেও, এর প্রভাব সমস্ত রাশির উপরেই থাকে। ২০২২ সালের মতো নতুন বছরেও অনেক গ্রহ গোচর করবে। আর সেই গোচরে রয়েছে রাহুও। আগামী বছরের ৩০ অক্টোবর রাশি পরিবর্তন করতে চলেছে রাহু (Rahu Gochar 2023)। ওইদিন দুপুর ১২.৩০ মিনিটে মেষ রাশি (Mesh Rashi) ছেড়ে মীন রাশিতে (Meen Rashi) প্রবেশ করবে রাহু। আর রাহুর এই গোচরের (Rahu Transit 2023) ফলে কিছু রাশির জাতক জাতিকারা ব্যাপকভাবে লাভবান হবেন। এই সময়ে কিছু রাশির মানুষ ভাগ্যের পুরোপুরি সমর্থন পাবেন এবং তঁদের শুভ সময় শুরু হবে। প্রতিটি কাজেই মিলবে সাফল্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক  কোন কোন রাশি এই সময় শুভ ফল পাবে।

মেষ রাশি (Aries) - জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রাহুর এই যাত্রা মেষ রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন উৎস তৈরি হবে এবং অর্থ লাভের কারণে তাঁরা ধনী হবেন। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে।

কর্কট রাশি Cancer) - রাহুর গোচরে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন বছরের অক্টোবর থেকে ভাগ্য খুলতে শুরু করবে। রাহুর গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বয়ে আনবে। নতুন গাড়ি ও বাড়ি কেনার সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজও সম্পন্ন হতে পারে।

মীন রাশি (Pisces) - ২০২৩ সালে রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশির জাতকরা এই গোচরের ফলে বিশেষভাবে উপকৃত হবেন। অর্থ লাভের কারণে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোনও শুভ সংবাদও পাওয়া যেতে পারে।

Advertisement

আরও পড়ুন - চাকরি থেকে ব্যবসা, প্রভু যীশুর আশীর্বাদে আজ তড়তড়িয়ে এগোবে ৫ রাশির ভাগ্য


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement