Advertisement

Rashifal 2023 Lucky Zodiacs: ১ জানুয়ারি জোড়া যোগ, বছরভর শিবের কুপায় ৪ রাশির সাফল্য-অর্থপ্রাপ্তি

নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি দু'টি শুভ যোগ তৈরি হবে। ১ জানুয়ারি সকাল ৭টা ২৩ মিনিটে শিব যোগ এবং সিদ্ধ যোগ তৈরি হবে। শিব এবং সিদ্ধ যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। 

রাশিফল ২০২৩রাশিফল ২০২৩
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Dec 2022,
  • अपडेटेड 7:02 PM IST
  • ১ জানুয়ারি দুটি শুভ যোগ।
  • ৪ রাশির উন্নতি।

ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর শুরু হচ্ছে রবিবার, ১ জানুয়ারি থেকে। নতুন বছরে সকলেরই প্রত্যাশা, তাঁদের জন্য নিয়ে আসছে সবরকম সুখ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহগুলির গতিবিধির উপর নির্ভর করে মানুষের ভবিষ্যৎ। এবার ২০২৩ সালের প্রথম দিনেই কাকতালীয়ভাবে শুরু হচ্ছে শুভ যোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলি অত্যন্ত শুভ এবং কার্যকর। ২০২৩ সালের প্রথম দিনে শিব এবং সিদ্ধ যোগ গঠিত হবে।

হিন্দু পঞ্জিকা অনুসারে,ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি দু'টি শুভ যোগ তৈরি হবে। ১ জানুয়ারি সকাল ৭টা ২৩ মিনিটে শিব যোগ এবং সিদ্ধ যোগ তৈরি হবে। শিব এবং সিদ্ধ যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। 

সিদ্ধ যোগ- হিন্দু ধর্মে শুভ সময়ে এবং শুভ যোগে যে কোনও শুভ কাজ করার প্রথা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সিদ্ধ যোগ সর্বার্থ সিদ্ধি যোগ নামেও পরিচিত। এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই সময় কাজ করলে মেলে শুভ ফল। এই যোগে নতুন কাজ, ব্যবসা, বিবাহ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করা খুবই শুভ। তাতে মেলে কাঙ্ক্ষিত ফল। তাই নতুন বছরের প্রথম দিনে যে কোনও শুভ কাজ করতে পারেন।

আরও পড়ুন

শিব যোগ- বৈদিক জ্যোতিষশাস্ত্রে শিব যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিব যোগ হল শুভ এবং সমস্ত কাজের জন্য উত্তম সময়। শিব যোগে শিবের বিশেষ কৃপা পাওয়া যায়। এই যোগে নতুন কাজ করা এবং ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ ও ফলদায়ক হয়। এই পরিস্থিতিতে বছরের প্রথম দিনে শিব যোগ তৈরি হলে যে কোনও শুভ কাজ করা যেতে পারে।

এই ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ১ জানুয়ারি থেকে বদলে যাবে- 

মেষ রাশি- ২০২৩ সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক-জাতিকারা সুখবর পেতে শুরু করবেন। কর্মজীবন ও ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য এই বছরটি অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীরা ভালো অফার পাবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশভ্রমণও সম্ভব। আটকে থাকা কাজ দ্রুত এগিয়ে যাবে। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সারা বছর ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

Advertisement

বৃষ রাশি- বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি তারিখে গঠিত দুটি শুভ যোগের কারণে সারা বছর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সাফল্যের যোগ রয়েছে। আর্থিক লাভ পাবেন। কেরিয়ারে উচ্চতা অর্জনের এটি দারুণ বছর হতে চলেছে। বছর শুরু হলেই জীবনে আসবে একাধিক ভালো সুযোগ। ভাগ্য সঙ্গ দেবে। যে কারণে আপনি চাকরিতে সাফল্য পাবেন। ব্যবসায় প্রচুর লাভও হবে। এই রাশির জাতক-জাতিকাদের উপর সারাবছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে।

মকর রাশি- মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটি খুবই চমৎকার যাবে। শুভ ফল পাবেন। বছরের প্রথম দিনে গঠিত সিদ্ধ ও শিব যোগ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আসবে। কর্মজীবন ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। বছরটি আপনার জন্য খুব সৌভাগ্যের হবে। এই রাশির জাতক-জাতিকারা বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুখ, সমৃদ্ধি, সম্পদ পেতে শুরু করবে।

সিংহ- প্রথম দিন থেকে শুভ সময় শুরু হবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। আপনার জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। কেরিয়ারে উন্নতি করবেন। বাড়বে মাইনে। নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসায়ীরাও লাভ করবেন। এ বছরে আপনার জীবনে আসবে সুখসমৃদ্ধি। 

Read more!
Advertisement
Advertisement