Advertisement

2025 Lucky Zodiac: আগামী বছর রাজ করবেন মঙ্গল, লাল গ্রহের কৃপায় ২০২৫-এ ৩ রাশি রাজার হালে থাকবে

2025 Lucky Zodiac: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নতুন বছর বেশ বিশেষ হতে চলেছে। এই বছর বেশ কিছু গ্রহ ও নক্ষত্র অবস্থান বদল করবে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে চলেছে। নতুন বছরে গুরু বৃহস্পতি, রাহু-কেতু থেকে শনি রাশি পরিবর্তন করবে। ২০২৫ সাল মঙ্গলের বছর হতে চলেছে। আসলে, ২০২৫ যোগ করলে তার মুলাঙ্ক দাঁড়াচ্ছে ৯।

২০২৫ কাদের জন্য লাকি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 1:20 PM IST
  • জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নতুন বছর বেশ বিশেষ হতে চলেছে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নতুন বছর বেশ বিশেষ হতে চলেছে। এই বছর বেশ কিছু গ্রহ ও নক্ষত্র অবস্থান বদল করবে। যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে চলেছে। নতুন বছরে গুরু বৃহস্পতি, রাহু-কেতু থেকে শনি রাশি পরিবর্তন করবে। ২০২৫ সাল মঙ্গলের বছর হতে চলেছে। আসলে, ২০২৫ যোগ করলে তার মুলাঙ্ক দাঁড়াচ্ছে ৯। সংখ্যাতত্ত্ব অনুসারে, ৯ সংখ্যার অধিপতি মঙ্গল গ্রহ। এই গ্রহকে যুদ্ধেক দেবতা আর গ্রহের সেনাপতি বলে মানা হয়ে থাকে। আসুন জেনে নিন ২০২৫ সাল কোন রাশিদের ভাগ্য বদলাবে। সংখ্যাতত্ত্ব অনুসারে, মুলাঙ্ক ৯-এর স্বামী মঙ্গল আর ভগবান হনুমান এই রাশিদের ওপর বিশেষ কৃপা করে থাকেন। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ২০২৫ সাল বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। এরকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের প্রত্যেক ক্ষেত্রে সফলতা আসবে। আত্মবিশ্বাস ও সাহস দ্রুতগতিতে বাড়বে, যার ফলে আপনি নিজের জন্য কিছু করার ক্ষেত্রে সফল হবেন। মঙ্গলের কৃপায় ২০২৫ সাল আপনার জন্য ভালই হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সঞ্চয় করতে সফল হবেন। 

কর্কট রাশি
নতুন বছর ২০২৫ সাল কর্কট রাশির জাতকদের জন্য ভাল ফল দেবে। বছরের শুরুতে মঙ্গল এই রাশিতে বিরাজ করবে। এরকম অবস্থায় এই রাশির জাতকেরা নিজেদের কমফোর্ট জোন থেকে বাইরে আসবেন এবং সমাজে নিজের প্রসার ছড়াবেন। এতে এদের ভাল ফল পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে এদের ভাল লাভ হবে। আপনি কিছু সুবিধা পাবেন। জীবনে সুখ আসবে। আপনি নিজের জীবনে বেশি মনোযোগ দিতে পারবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য ২০২৫ সাল বেশ ভাল হতে চলেছে। মঙ্গলের কৃপায় এই রাশির জাতকদের জীবনে সুখ আসবে। আপনার উন্নতির যোগ তৈরি হবে। মঙ্গল এই বছর আপনাকে ব্যক্তিগতভাবে বেশ লাভ দেবে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের দারুণ লাভ হবে। উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনি নিজের ওপর মনোযোগ দেবেন। আত্মসমালোচনা করে আপনি স্বয়ং নিজের মধ্যে পরিবর্তন আনবেন।     

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement