জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে উদয় এবং অস্ত যায় (Shani Asta 2023)। আজ ১০ জানুয়ারি অস্ত গেছেন শনিদেব। ফলে কিছু মানুষ সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে সবারই প্রশ্ন কবে ফের উদয় হবেন শনিদেব। কারণ গ্রহের উদয় হলে তার শুভ ফলও কিছু কিছু মানুষের ওপরে পড়ে। আগামী ৯ মার্চ ফের উদয় হবেন শনিদেব।
গত ১৭ ডিসেম্বর শনিদেব কুম্ভ রাশিতে গোচর করেছে এবং আজ সেই রাশিতেই অস্ত গিয়েছে। ৯ মার্চ শনিদেব আবার কুম্ভ রাশিতে উগয় হবেন (Shani Uday 2023) এবং কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল দেবেন। এই সময়ে তৈরি হবে শষ মহাপুরুষ যোগ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর ফলে কোন কোন রাশি উপকৃত হবে।
কুম্ভ রাশি (Aquarius)
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গোচর করেছেন এবং আড়াই বছর এই রাশিতেই থাকবে। কুম্ভ রাশিতে শনির উদয় এই রাশির জাতকদের জন্য ফলদায়ী হতে চলেছে। এই রাশিতেই শনির শষ মহাপুরুষ রাজ যোগ তৈরি হচ্ছে। এই সময় রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে। তাঁরা কোনও পদও পেতে পারেন। পাশাপাশি ব্যবসায়ীরাও বিশেষ সুবিধা পেতে চলেছেন। শনিদেবের গোচরে এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।
সিংহ রাশি (Leo)
এই রাশির জাতক জাতিকাদের জন্যও শনির উদয় বিশেষ ফলদায়ক হতে চলেছে। রাশির সপ্তম ঘরে শনির গোচর হতে চলেছে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তাহলেও লাভ হবে। বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন। এই সময়ে প্রচুর লাভ হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক জাতিকাদের দশম ঘরে শনি উদিত হবেন। এটিকে চাকরি ও ব্যবসার ঘর বলে মনে করা হয়। এমতাবস্থায় এই রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় বিশেষ লাভবান হবেন। সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। যদি নতুন চাকরির খোঁজে থাকেন, তাহলেও এই সময়ে অফার আসতে পারে। অন্যদিকে, যদি ব্যবসা সম্প্রসারণের কথা ভাবেন, তাহলেও এই সময়টি অনুকূল।
আরও পড়ুন - ফেব্রুয়ারিতে ৩ গ্রহের গোচরে ২ মহাযোগ, দারুণ সুফল পাবে ৫ রাশি