Advertisement

Shani Prakop In 2023: ২০২৩ সালে এই ভুলগুলি করলেই শনির কোপ, হতে পারেন সর্বস্বান্ত

Shani Prakop In 2023: ২০২৩-এ ভুলেও করবেন না এই ভুল, শনিদেবের কোপে, সর্বস্বান্ত হতে পারে এই রাশিগুলি। সাবধানে চলতে হবে। দেখে নিন। কী করবেন, আর কী করবেন না।

২০২৩ সালে এই ভুলগুলি করলেই শনির কোপ, হতে পারেন সর্বস্বান্ত২০২৩ সালে এই ভুলগুলি করলেই শনির কোপ, হতে পারেন সর্বস্বান্ত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Dec 2022,
  • अपडेटेड 5:44 PM IST
  • ২০২৩-এ ভুলেও করবেন না এই ভুল
  • শনিদেবের কোপে পড়ার সম্ভাবনা
  • সর্বস্বান্ত হতে পারেন এই রাশির জাতকরা

Shani Prakop In 2023: নতুন বছরে তিনবার নক্ষত্র বদল করবেন শনিদেব! রাহু ও মঙ্গলের রাশিতে বিরাট খেলা দেখাবে গ্রহরাজ, কয়েকটি ভুল করলে সর্বস্বান্ত হতে সময় লাগবে না। ২০২২-এ মাত্র একবার নক্ষত্র পরিবর্তন করেছে শনি, ২০২৩-এ নক্ষত্র গোচর করবেন তিনবার। অর্থাৎ ফল দেবে তিনবার।

মেষ, মিথুন-সহ সমস্ত রাশিতে প্রভাব রয়েছে শনির গোচরের। সারা পৃথিবীতেই একই রকম প্রভাব দেখা দেয়। জ্যোতিষ অনুযায়ী ২০২২-এ শনি মকর রাশিতে গোচর করেছে ৷ ধনিষ্ঠা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছেন শনিদেব ৷

আরও পড়ুন

২০২৩ নতুন বছরে তিনবার নক্ষত্র পরিবর্তন করবে শনিদেব। ২০২৩ সালে রাশির পরিবর্তন হবে অর্থাৎ ১৭ জানুয়ারি ২০২৩-এ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি ৷

আগামী ১৫ মার্চ ২০২৩-এ শনি প্রথমবার নক্ষত্র পরিবর্তন করবে ৷ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে শনি ৷ শতভিষা নক্ষত্রের স্বামী রাহু ৷ জীবনের আকস্মিক ঘটনা ঘটে থাকে রাহুর হাত ধরে ৷ রাহুর অত্যন্ত মায়াবী ৷

শনি রাহু নক্ষত্রে গমন  বা গোচর করবে ৷ এরফলে বৃষ, কর্কট, তুলা ও মকর রাশিতে বেশি পরিমাণে প্রভাব ফেলবে ৷ স্বাস্থ্যের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত নানান বিষয়ে সতর্ক হতে হবে এবারে ৷

১৫ অক্টোবর ২০২৩-এ শনির দ্বিতীয় নক্ষত্র পরিবর্তন হবে ৷ পঞ্জিকা অনুযায়ী ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে নক্ষত্রের মধ্যে এই নক্ষত্র হল ২৩তম ৷ বৃশ্চিক, মেষ ও সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে ৷

স্ত্রীর সঙ্গে মতভেদ বা বিবাদে যাবেন না একদমই ৷ টাকা পয়সা ও পরিবারের লোকেদের স্বাস্থ্যের বিষয়গুলি বিচক্ষণতার সঙ্গে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷

২৪ নভেম্বর ২০২৩, শনি বছরের শেষ ও তৃতীয়বার নক্ষত্র পরিবর্তন করবে ৷ ধনিষ্ঠা নক্ষত্রেই শনির আগামী বছরে যাত্রা শেষ হবে ৷ রাহুর সঙ্গে শনির ভাল সম্পর্ক বা বন্ধুত্ব আছে ৷ তাই মকর, কুম্ভ, বৃষ ও তুলা রাশির জাতক-জাতিকারা পেতে পারেন পরিশ্রমের ফল ৷

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement