Advertisement

Shani Sade Sati- Dhaiya 2025: কোন রাশির জাতকরা ২০২৫ সালে শনির সাড়ে সাতি- ঢাইয়া থেকে মুক্তি পাবে? জানুন কাদের দুর্দিন শুরু

Shani Horoscope 2025: জ্যোতিষশাস্ত্রে, শনিকে কর্ম বা ন্যায়ের দেবতা বলা হয়। এর আগে, ২০২৩ সালের জানুয়ারি মাসে শনি নতুন রাশিতে গমন করেছিল। এরপর থেকে, শনি কুম্ভ রাশিতে অবস্থান।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2024,
  • अपडेटेड 7:46 PM IST

২০২৫ সাল শীঘ্রই শুরু হতে চলেছে। নতুন বছরে শনি গ্রহ রাশিচক্র পরিবর্তন করবে। প্রায় আড়াই বছর পর শনি অন্য রাশিতে গমন করবে। নয়টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে। শনি একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় নেয়।

জ্যোতিষশাস্ত্রে, শনিকে কর্ম বা ন্যায়ের দেবতা বলা হয়। এর আগে, ২০২৩ সালের জানুয়ারি মাসে শনি নতুন রাশিতে গমন করেছিল। এরপর থেকে, শনি কুম্ভ রাশিতে অবস্থান। ২০২৫ সালের ২৯ মার্চ শনির পরবর্তী যাত্রা হতে চলেছে। শনি কুম্ভ থেকে মীন রাশিতে গমন করবে।

২০২৫ সালে শনির গমনের সঙ্গে সঙ্গে কিছু রাশি শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব থেকে স্বস্তি পেতে পারে। জানুন কোন রাশির উপর নতুন বছরে গ্রহরাজ শনি তার আশীর্বাদ বর্ষণ করতে পারেন। শনির ঢাইয়া আড়াই বছর স্থায়ী হয়। আর শনির সাড়ে সাতি থাকে সাড়ে সাত বছর।

২০২৫ সালে এই রাশির জাতকরা মুক্তি পাবেন শনির ঢাইয়া থেকে

এই সময়ে কর্কট ও বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। ২০২৫ সালে, মীন রাশিতে শনির গমনের ফলে, এই উভয় রাশি শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে এবং সিংহ ও ধনু রাশিতে শনির ঢাইয়া শুরু হবে।

২০২৫ সালে, এই রাশির জাতকরা  মুক্তি পাবেন শনির সাড়ে সাতি থেকে

এই সময়ে মকর, কুম্ভ ও মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে। যে কোনও রাশিতে শনির সাড়ে সাতি সাত বছর স্থায়ী হয়। এর তিনটি পর্যায় রয়েছে। ২০২৫ সালে, মকর রাশিতে শনির সাড়ে সাতি শেষ হবে এবং মেষ রাশিতে শুরু হবে। এছাড়া মীন রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে এবং কুম্ভতে সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement