Advertisement

Shani Rashi Parivartan: পুজোর পর শনির নেক নজর, এই তারিখ থেকে যা করবেন তাতেই সাফল্য ৫ রাশির

লোকবিশ্বাস, শনিদেব কর্ম অনুযায়ী ফল দেন। তাই কোনও ব্যক্তি সৎ পথে চললে তিনি শনির কৃপা পান। আর শনির কৃপা পেলে ধনসম্পদ-ঐশ্বর্য কিছুই অধরা থাকে না। সব কিছুই চলে আসে ওই ব্যক্তির কাছে। পুজোর পর শনির সুদৃষ্টিতে ভাগ্য ঘুরতে চলেছে বেশ কয়েকটি রাশির।

শনিদেবের কৃপায় আসতে চলেছে সুদিন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Sep 2022,
  • अपडेटेड 7:33 PM IST
  • শনির কৃপা পেলে ধনসম্পদ-ঐশ্বর্য কিছুই অধরা থাকে না।
  • ২৩ অক্টোবর শনি মার্গি হবে।

শনিদেবকে অনেকেই ভয় পান। তাঁর দৃষ্টি এড়িয়ে চলেন। তবে জ্যোতিষশাস্ত্র মতে, শনি ন্যায়ের দেবতা। লোকবিশ্বাস, শনিদেব কর্ম অনুযায়ী ফল দেন। তাই কোনও ব্যক্তি সৎ পথে চললে তিনি শনির কৃপা পান। আর শনির কৃপা পেলে ধনসম্পদ-ঐশ্বর্য কিছুই অধরা থাকে না। সব কিছুই চলে আসে ওই ব্যক্তির কাছে। পুজোর পর শনির সুদৃষ্টিতে ভাগ্য ঘুরতে চলেছে বেশ কয়েকটি রাশির। ২৩ অক্টোবর, শুক্রবার অবস্থান বদল করতে চলেছে শনি। শনি বর্তমানে মকর রাশিতে বিপরীতমুখী দশায় রয়েছে। ২৩ অক্টোবর শনি মার্গি হবে। এর ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য আসবে শুভ দিন। 

মেষ- মেষ রাশির দশম ঘরে শনি গমন করবে। ব্যবসায়ীরা শনির এই অবস্থানের সুবিধা পাবেন। চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন। সম্মান ও প্রশংসা বাড়বে। তৈরি হবে অর্থলাভের যোগ।

কর্কট- কর্কট রাশির সপ্তম ঘরে যাবে শনি। এর প্রভাবে জীবনে সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।

তুলা- তুলা রাশির চতুর্থ ঘরে শনি গমন করবে। এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়ার সম্ভাবনা। অর্থনৈতিক উন্নতিরও যোগ। সন্তানদের দিক থেকে ভাল খবর আসতে পারে।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও শনির  সুদৃষ্টি পাবেন। নতুন কাজ শুরু করার এটা আদর্শ সময়। বিনিয়োগ করলে লাভবান হবেন। দাম্পত্য জীবন সুখের হবে।

মীন- মীন রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে সুখ আসতে পারে। এই সময়ে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সফলতা আসতে পারে।

আরও পড়ুন- এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা পান মোদীর গুণ, শনির কৃপায় বিরাট সাফল্য

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement