Advertisement

Shani Sadhesati-Dhaiya: ২০২৩ সাল থেকে এই ৫ রাশির ভাগ্যে প্রবেশ শনির, সাড়ে সাতি-ঢাইয়ায় অশেষ দুঃখ-যন্ত্রণা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব বর্তমানে মকর রাশিতে বিরাজ করছেন। ২০২৩ সালের জানুয়ারিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। তখন কয়েকটি রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতি ও ধাইয়া। 

শনিদেব।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 2:19 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব বর্তমানে মকর রাশিতে বিরাজ করছেন।
  • ২০২৩ সালের জানুয়ারিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনিদেব।

আগামী ২৩ অক্টোবর মার্গী হতে চলেছেন শনিদেব। এখন মকর রাশিতে বিপরীত দশা রয়েছেন। ধনতেরাসের দিন শনি মার্গী হওয়ায় বেশ কয়েকটি রাশি সাড়ে সাতি ও ঢাইয়া থেকে স্বস্তি পাবেন। তবে পুরোপুরি মুক্তি মিলবে ২০২৩ সালে। তবে নতুন বছরে অন্য কয়েকটি রাশি পড়তে চলেছে শনির কোপে। ২০২৩ সালের জানুয়ারীতে কয়েকটি রাশির জাতকরা শনির সাড়ে সাতি এবং ঢাইয়া থেকে মুক্তি পাবেন। আর শনির প্রকোপ শুরু হবে অন্য রাশিগুলির উপর। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব বর্তমানে মকর রাশিতে বিরাজ করছেন। ২০২৩ সালের জানুয়ারিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। তখন কয়েকটি রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতি ও ধাইয়া। 

শনির সাড়ে সাতি ও ঢাইয়া

কুম্ভ রাশিতে শনির গমনের ফলে মীন রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। মীন ছাড়া কুম্ভ এবং মকর রাশিতেও শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতি। অর্থাৎ সাড়ে সাতি শুরু হবে তিনটি রাশিতে- মীন, কুম্ভ ও মকর। সেই সঙ্গে ২০২৩ সালে কর্কট ও বৃশ্চিক রাশিতে শনির আর এক দশা ঢাইয়া শুরু হবে। এর ফলে এই ৫ রাশির জাতক-জাতিকারা সমস্যায় পড়বেন। কাজে নানা বাধা আসবে। ফল পেতে দেরি আসবে। দুঃসময় ঘিরে ধরবে। 

সাড়ে সাতি থেকে মুক্তি 

জ্যোতিষশাস্ত্র অনুসারে,২০২৩ সালের ১৭ জানুয়ারি শনির রাশি পরিবর্তন করবে। শনিদেবের এই পরিবর্তনের জেরে কয়েকটি রাশির জাতক-জাতিকারা শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন। মিথুন ও তুলা রাশি শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে। অন্যদিকে, ধনু রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি থেকে নিষ্কৃতি পাবেন। এই ৩ রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে চলে যাচ্ছে শনির দশা। 

আরও পড়ুন- লক্ষ্মীর মতো হন এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা, তুঙ্গে কেরিয়ার-নেতৃত্বগুণ

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement