Advertisement

Shani Shukra Yuti: একই স্থানে শনি-শুক্র, আগামী ৯ দিন ৪ রাশি যা করবে তাতেই সাফল্য

শুক্র ও শনি বন্ধু গ্রহ। ফলে তাঁরা একজোট হলে বেশ কয়েকটি রাশিতে অর্থলাভ ও উন্নতির যোগ তৈরি হয়েছে।

শনি ও শুক্র যুতি। শনি ও শুক্র যুতি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2023,
  • अपडेटेड 7:04 AM IST
  • ১৭ জানুয়ারিতে কুম্ভ রাশিতে গমন শনির।
  • ততদিন পর্যন্ত শুভ সময় ৪ রাশির।

বর্তমানে মকর রাশিতে রয়েছেন শনিদেব। ১৭ জানুয়ারি তিনি কুম্ভ রাশিতে চলে যাবেন। বর্তমানে শুক্রও মকর রাশিতে বিরাজ করছে। শুক্র ও শনি বন্ধু গ্রহ। ফলে তাঁরা একজোট হলে বেশ কয়েকটি রাশিতে অর্থলাভ ও উন্নতির যোগ তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ হল বিলাস, সুখ এবং সমৃদ্ধির কারক। অন্যদিকে, শনি কর্ম হিসেবে ফলদান করেন। যদি কোনও ব্যক্তির জন্মকোষ্ঠীতে শনির অবস্থান ঠিক জায়গায় থাকে, এবং শুক্রের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়। তাহলে সেই ব্যক্তি ইতিবাচক ফল পান। শনি আগামী ১০ (১৭ জানুয়ারি পর্যন্ত) মকর রাশিতে শুক্রের সঙ্গে মিলিত হচ্ছে। এর ফলে সৌভাগ্য আসতে পারে ৪ রাশির। 

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকারা মকর রাশিতে শুক্র এবং শনির যুতিতে অনুকূল ফল পাবেন। এই সময়ে আপনার অর্থ সংক্রান্ত সমস্যার অবসান ঘটবে। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অতীতের বিনিয়োগ থেকে বড় লাভ হবে। এ ছাড়া তৈরি হবে আয়ের নতুন উৎস। মুনাফা বাড়বে ব্যবসায়। আসবে সাফল্য।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা শুক্র ও শনির মিলন থেকে শুভ ফল পাবেন। এর ফলে আপনি পাবেন অনুকূল সময়। জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে শুরু করবেন। যে কারণে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। যে কোনও কাজে যে পরিশ্রম করছেন তার ফল দেখতে পাবেন। অর্থাৎ পরিশ্রমের ফল পাবেন। ভাল হবে আর্থিক অবস্থাও। 

আরও পড়ুন

মকর রাশি-শুক্রের গমন এই রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। এই সময়ে আপনি আরও অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। নতুন উৎস থেকে আয় করবেন। আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। এছাড়াও আপনি আটকে থাকা বা ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

কুম্ভ রাশি- মকর রাশিতে শনি এবং শুক্রের মিলনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হবে। এই রাশির জাতক-জাতিকারা আগামী ১০দিন কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন। ১৭ জানুয়ারি শনি আপনার রাশিতে অধিষ্ঠিত হবেন। তখন এই শুভ মিত্রতার প্রভাব শেষ হবে। তবে সেই সময় আপনার জন্য সময় অনুকূল হতে চলেছে। আপনি পরিশ্রমের ফল পাবেন। আসবে কাঙ্ক্ষিত সাফল্য। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement