Advertisement

Shash Mahapurush Rajyog: ৩০ বছর পর শনির রাজযোগ, মালামাল হবে ৩ রাশি

Shash Mahapurush Rajyog: বর্তমানে শনি ও কুম্ভ রাশিতে রয়েছে। আর শনি যখন মকর, কুম্ভ রাশির চতুর্থ, সপ্তম , দশম ঘরে থাকে তখনই কিন্তু শশ পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন।

৩০ বছর পর শনির রাজযোগ, মালামাল হবে ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 4:45 PM IST
  • শনি তাঁর নিজস্ব রাশিতে থাকার কারণে শশ নামক রাজযোগ তৈরি হচ্ছে
  • পঞ্চমহাপুরুষদের মধ্যে অন্যতম এই রাজযোগ গঠনের কারণে কিছু রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাহায্য পাবেন

Shash Mahapurush Rajyog: শনি, কর্মের দাতা, একটি নির্দিষ্ট সময়ের পরে রাশিচক্র পরিবর্তন করেন। শনি হলেন কর্মদাতা গ্রহ। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। আড়াই বছর অন্তর শনি তার স্থান বদল করে থাকে। ৩০ বছর পর শনি তৈরি করবে’ শশ পঞ্চ মহাপুরুষ রাজযোগ’।

বর্তমানে শনি ও কুম্ভ রাশিতে রয়েছে। আর শনি যখন মকর, কুম্ভ রাশির চতুর্থ, সপ্তম , দশম ঘরে থাকে তখনই কিন্তু শশ পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন।

মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি, যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। এসময় চাকরি পরিবর্তন করতে পারেন। তাছাড়া ব্যবসাতেও খুব শুভ সময় শুরু হবে। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে এই রাশির ব্যক্তিদের। আপনার যদি আপনি চাকরি পরিবর্তন করার কথা ভাবেন সেখানেও সাফল্য আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। অর্থপ্রাপ্তি নিশ্চিত। প্রেমের জীবনে যারা যুক্ত তাদের খুব ভালো সময়। বিবাহিত জীবনেও আপনি পিছিয়ে যাবেন না।

তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের পঞ্চম ঘরে তৈরি হবে এই যোগ। এসময় আপনার সমাজে সম্মান বাড়তে থাকবে। চাকরিপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব শুভ সময়। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তাছাড়া মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। স্বামীর সঙ্গে আপনার খুব শুভ সম্পর্ক বজায় থাকবে। তবে যে কাজ করবেন নিজেকে শান্ত রেখে করবেন। মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন। তবেই সেই কাজে সাফল্য আনতে পারবেন আপনি।

Advertisement

মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের চাকরি ক্ষেত্রে কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনের সাফল্য নিশ্চিত। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে সেখানেও সফলতা আসবে। প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।



 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement