Shani In Kumbh Makes Shubh Rajyog: জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহকে শুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে বা উদয় হয় তখন সকল রাশির ব্যক্তির উপরে নানান প্রভাব ফেলে। এই গ্রহের স্থান পরিবর্তন করতে সময় নেয় আড়াই বছর।
২০২৩ সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনি দীপাবলির পরেই তৈরি করবে 'শশ রাজযোগ’। এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
মেষ রাশি (Aries)
শশ রাজযোগের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। আয়ের নতুন খুঁজে পাবেন। যারা চাকরিজীবী রয়েছেন তাঁদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। এসময় আপনি আপনার বাবা-মাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তাছাড়া আপনি কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এই সময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ভাই বোনের থেকে বিশেষ সহযোগিতা পাবেন। কারোর সঙ্গে তর্ক করবেন না। এসময় পরিবারের সকলের সঙ্গেই আপনি সুখে থাকতে পারবেন। আর আপনার সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
কুম্ভ রাশি (Aquarious)
কুম্ভ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনি যদি দূরে কোথাও যেতে চান যেতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকেও লাভের মুখ দেখবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের খুব শুভ। আপনার সন্তানের বিদেশ যাত্রার যোগ রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি। মানসিক চাপ আগের থেকে কমবে। যদি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে শুরু করবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন ব্যবসায় সাফল্য পাবেন আপনি। ব্যবসার সব কাজ এই সময়ে হয়ে যাবে আপনার।