নটি গ্রহের মধ্যে শুক্র গ্রহকে আরাম ও বিলাসিতার গ্রহ বলে জানা যায়। ২৪ এপ্রিল সেই শুক্র মেষ রাশিতে গোচর করতে চলেছে। শুক্রকে ধন ও বৈভবের কারক গ্রহ বলে মনে করা হয়। ওইদিন শুক্র মেষে রাত ১১টা ৪৪ মিনিটে প্রবেশ করবে। এর পাশাপাশি ওইদিন মেষ রাশিতে সূর্য ও শুক্রের যুতি তৈরি হবে, যার ফলে শুক্রাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শুক্রের গোচর বেশ কিছু রাশিদের জন্য শুভ হতে চলেছে। ওই রাশিদের কেরিয়ার ও ব্যবসাতেও লাভ হবে। আসুন তাহলে জেনে নিই শুক্রাদিত্য রাজযোগ কোন রাশিদের ভাগ্য বদলাতে চলেছে।
মেষ রাশি
শুক্রের গোচর মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ বলে মানা হয়। কর্মক্ষেত্রে এই গোচর প্রচুর ফল দেবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পড়ুয়ারা ভাল ফল পাবেন। দামপত্য জীবন সুখের থাকবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে।
মিথুন রাশি
শুক্রের গোচরে মিথুন রশির কেরিয়ারে ভাল পরিণাম দেখা দেবে। আপনার কাজের প্রশংসা হবে। যতটা পরিশ্রম করবেন ততটাই লাভ পাবেন। আর্থিক সঙ্কট ঘুচবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
সিংহ রাশি
শুক্রের গোচর সিং রাশির জাতকদের জন্য লাভদায়ক বলে মনে করা হচ্ছে। প্রেমে সফলতা আসবে। উন্নতির নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্য আরও ভাল হবে। কেরিয়ারের গ্রাফ ওপরে উঠবে।
তুলা রাশি
শুক্রের গোচর তুলা রাশির জন্য অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে সুসংবাদ পাবেন। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। ব্যবসায় ভাল লাভ পাওয়া যাবে। পড়ুয়াদের জন্য এই সময়টা ভাল। পুরনো কোনও রোগ সেরে যেতে পারে।
মকর রাশি
শুক্রের গোচর মকর রাশির জন্য শুভ প্রমাণিত হবে। অর্থপ্রাপ্তি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। জীবনে আরও সুখ আসবে। দাম্পত্য জীবন দারুণ যাবে এই সময়। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।