Sun Favourite Zodiac: জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলেই মনে করা হয়। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। এমন কিছু সূর্যকে আত্মবিশ্বাস, সাফল্য, স্বাস্থ্য, পিতা, নেতৃত্ব, খ্যাতির কারক বলেই মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির ব্যক্তিদের কথা বলা হয়েছে তাদেরও ওপর সূর্য গ্রহের বিশেষ কৃপা থাকে। জানুন সূর্যের পছন্দের রাশির কারা। কারাই বা গ্রহের রাজার কৃপায় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতক জাতিকাদের উপর সূর্য গ্রহের বিশেষ প্রভাব থাকে। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত সুখী মানুষ হয়ে থাকেন। এরা কারোর উপর কখনও নির্ভর করেন না। এরা যদি রাজনীতিতে যুক্ত হন তাহলে এরা যথেষ্ট নাম, খ্যাতি উপার্জন করতে পারেন। এদের আত্মবিশ্বাস প্রচুর। এরা চাকরি থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারেন। সকল কাজে বাবা মায়ের পূর্ণ সমর্থন পান এই রাশির ব্যক্তিরা। এরা খুব সাহসী প্রকৃতির হয়ে থাকেন। কাউকে এরা ভয় পান না। এরা জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারেন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক জাতিকারা খুব সৎ এবং পরিশ্রমী ব্যক্তি হন। এই ব্যক্তিরা সহজেই সকলকে বিশ্বাস করে ফেলেন। এদের ভাগ্যের সর্বদাই খোলা থাকে। মনের মানুষকে এরা সহজেই পেয়ে যান। এরা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারেন। তাছাড়া এরা উচ্চ পদে চাকরি করতে পারেন। এরা খুব পরিশ্রমী হন। কঠিন পরিশ্রম করে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। আর্থিক দিকে কখনোও অভাব হয় না এদের। এরা ব্যবসাতে অনেক প্রতিপত্তি লাভ করতে পারেন। ব্যবসাতেও অনেক লাভ করতে পারেন।
কুম্ভ রাশি (Aquarious)
কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর গ্রহের রাজা সূর্যের বিশেষ প্রভাব থাকে। এরা খুব বিলাসবহুল ভাবে জীবনযাত্রা করতে পারেন। এদের সম্পদের অভাব হয় না। এরা কোনও কাজে পিছিয়ে যান না। মনের ইচ্ছা খুব সহজেই পূর্ণ হয়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা খুব সুখী হন। এদের ভাগ্যের সর্বদাই খোলা থাকে। সবসময় তাছাড়া বিবাহিত জীবনে সুখী হন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে এই রাশির ব্যক্তিরা লাভের মুখ দেখেন। এরা যে কাজে হাত দেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারেন।