জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। ১৫ ডিসেম্বর, রবিবার সূর্য রাত ১০ টা ১৯ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহ ধনু রাশিতে প্রবেশ করার সময় শুরু হবে খরমাস। ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সূর্য একই রাশিতে বিরাজ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় সফলতা আসবে কোন রাশির ব্যক্তিদের, জানুন।
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আইন সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেগুলি থেকে বের হতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কাছের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তাছাড়া বিদেশে ঘুরতে যেতে পারেন। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থলাভ হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন সুখের মুখ দেখবেন।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। এসময় সন্তানের উন্নতির খবরে আপনার মনে খুশি থাকবে। এই সময়ে যদি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। সেখানে সাফল্য আসবে। লটারি কাটতে পারেন সেখানে, অর্থপ্রাপ্তি নিশ্চিত। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতক-জাতিকাদের এই সময়টি খুব শুভ। এসময় নতুন গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা নিশ্চিত। চাকরিজীবীদের বেতন বাড়তে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিকদিকে খুব লাভ হবে। এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে।
কুম্ভ রাশি (Aquarious)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়ায় তাদের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে। এসময় ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হতে থাকবে। এই রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন, তারা এই সময়ে কাঙ্খিত চাকরি পেতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে শুরু করবে আপনার।