জ্যোতিষ মতে, নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুই গ্রহ হল বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয়। আর শুক্র হল ধন-বৈভবের দেবতা। গত ২৮ এপ্রিল অস্ত গিয়েছিল শুক্র। উদিত হবে ৯ জুন। সম্প্রতি অস্ত গিয়েছে বৃহস্পতি। ৬ জুন উদিত হবে। এই দুই গ্রহের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে এই ৩ রাশির জাতকদের জীবনে...
মেষ রাশি (Aries):
গুরু-শুক্রের অস্তে শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতকদের জীবনে। অর্থলাভ হবে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় দারুণ উন্নতি হবে। বিদেশযাত্রার যোগ রয়েছে।
কন্যা রাশি (Virgo):
দারুণ সময় আসছে কন্যা রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। চাকরিতে সব বাধা কেটে যাবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা।
মকর রাশি (Capricorn):
ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, ৯ মে বৃষ রাশিতে গোচর করবে চাঁদ। এর ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। অন্য দিকে, কুম্ভে শশ রাজযোগ গঠিত করেছে শনি। এই দুই রাজযোগের শুভ প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে বৃষ, মকর এবং কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ। বুধের অবস্থান বদল খুবই গুরুত্বপূর্ণ। ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে বৃষ, কর্কট এবং মিথুন রাশির জাতকদের।