জ্যোতিষ মতে, ৯ মে বৃষ রাশিতে গোচর করবে চাঁদ। এর ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। অন্য দিকে, কুম্ভে শশ রাজযোগ গঠিত করেছে শনি। এই দুই রাজযোগের শুভ প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...
বৃষ রাশি (Taurus):
গজকেশরী এবং শশ রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের জীবনে। কেরিয়ারে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। দাম্পত্য জীবন মধুর হবে। শরীর ভাল থাকবে।
মকর রাশি (Capricorn):
দুই রাজযোগের প্রভাবে কপাল খুলবে মকর রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। হঠাৎ অর্থলাভ হবে। পড়ুয়াদের জন্য ভাল সময়।
কুম্ভ রাশি (Aquarius):
ভাগ্যোদয় হবে কুম্ভ রাশির জাতকদের। সব কাজে সাফল্য পাবেন। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। দাম্পত্য জীবন মধুর হবে।
অন্য দিকে, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের পর থেকে শুরু হয়েছে বৈশাখ মাসের অমাবস্যার তিথি। বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে শেষ হবে এই তিথি। এই সময়ে সর্বার্থ সিদ্ধি যোগের সংযোগ রয়েছে। যার প্রভাবে ভাগ্য খুলবে বৃষ, মেষ, কুম্ভ রাশির জাতকদের। শুক্রবার অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, ১০ মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানে ইতিমধ্যেই রয়েছে সূর্য। ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আবার এই সময় লক্ষ্মী-নারায়ণ যোগের সংযোগ রয়েছে। এই দুই রাজযোগের প্রভাবে ভাগ্যোদয় হবে মেষ, কর্কট এবং মীন রাশির জাতকদের।