জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের রাশি পরিবর্তন খুবই উল্লেখযোগ্য। গ্রহের রাশি বদলের ফলে বিভিন্ন রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তন আসে। জ্যোতিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র। শুক্রের গোচরে ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের।
তুলা রাশি (Libra):
শুক্রের গোচরে কপাল খুলবে তুলা রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। অর্থলাভ হবে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
কুম্ভ রাশি (Aquarius):
সুখবর পাবেন কুম্ভ রাশির জাতকরা। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে।
বৃষ রাশি (Taurus):
ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। ধনলাভের সুযোগ রয়েছে। সব সমস্যার সমাধান হবে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ব্যবসায়ীরা।
অন্য দিকে, মেষ রাশিতে অবস্থান করবে মঙ্গল। এর ফলে তৈরি হবে রুচক রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, বৃষ রাশিতে অবস্থান করছে বুধ, সূর্য, বৃহস্পতি এবং শুক্র। এই চার গ্রহের প্রভাবে তৈরি হবে চতুর্গ্রহী রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে কর্কট, মকর এবং কন্যা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, জুন মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন গ্রহ গোচর করবে। এর মধ্যে মিথুন রাশিতে গোচর করবে বুধ। যার ফলে তৈরি হবে ভাদ্র রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাবে জীবন বদলাবে মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতকদের।