Advertisement

Shukra-Ketu Gochar: ৯ মাস পর কেতু-শুক্রের মিলন, মাসের শেষেও ৩ রাশির টাকার অভাব হবে না

Shukra-Ketu Gochar: গ্রহেরা নিশ্চিত সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে। আর সেই রাশি পরিবর্তনের ফলে তার প্রভাব মানুষের ওপর পড়তে দেখা যায়। গ্রহের অবস্থাই বলে দেয় যে আপনার জীবনে সুখ আসতে চলেছে নাকি দুঃখ। প্রেম-সম্পদ এবং সৌন্দর্যের কারক শুক্র শীঘ্রই তার রাশি পরিবর্তন করচে চলেছে। অগাস্টের শেষে শুক্র রাশি পরিবর্তন করবে।

শুক্র-কেতুর গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2024,
  • अपडेटेड 5:20 PM IST
  • Shukra-Ketu Gochar:

গ্রহেরা নিশ্চিত সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে। আর সেই রাশি পরিবর্তনের ফলে তার প্রভাব মানুষের ওপর পড়তে দেখা যায়। গ্রহের অবস্থাই বলে দেয় যে আপনার জীবনে সুখ আসতে চলেছে নাকি দুঃখ। প্রেম-সম্পদ এবং সৌন্দর্যের কারক শুক্র শীঘ্রই তার রাশি পরিবর্তন করচে চলেছে। অগাস্টের শেষে শুক্র রাশি পরিবর্তন করবে। ২৫ অগাস্ট থেকে শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। একই সময়ে অধরা গ্রহ কেতু গত বছর থেকে এই রাশিতে বসে আছে৷ যার অধিপতি গ্রহ বুধ। শুক্র বুধের রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কেতুর সঙ্গে মিলন ঘটবে। শুক্র এবং কেতুর প্রায় ৯ মাস পর কন্যারাশিতে মিলন ঘটছে। কেতু ও শুক্রের মিলনের ফলে কোন কোন রাশির জীবনে সুসময় আসবে জেনে নিন। 

কন্যা রাশি
কন্যা রাশিতে শুক্র ও কেতুর গমন দারুণ শুভ৷ এই রাশির কিছু মানুষকে ধনী করে তুলবে৷ এই সময়টা শিল্পপতিদের জন্য খুবই ভাল। প্রচুর টাকা আসবে৷ এবং পুরনো ঋণ থেকে মুক্তি হতে পারেন। বিনিয়োগের জন্য এটিই সেরা সময়। দাম্পত্য জীবন এই সময় ভাল থাকবে। অর্থভাগ্য শুধরাবে। 

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র ও কেতুর মিলন লাভজনক বলে মনে করা হয়। গ্রহের শুভ প্রভাবে ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা প্রবল। সমস্যাও ধীরে ধীরে কমবে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক অবস্থা আরও ভাল হবে। কাউকে ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। 

মকর রাশি
কেতু ও শুক্রের মিলন মকর রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। যারা সরকারি চাকরি করছেন,তারা কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। কোনও পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনও নতুন দায়িত্ব পেতে পারেন আপনি।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement