মেষ, প্রেমের জট ছেড়ে যাবে। অর্থ হাতে আসার সম্ভাবনা বৃষর। প্রেমে নতুন মোড় মিঠুনের । ভ্রাতৃবিরোধ বাড়তে পারে কর্কট । সংসারে অশান্তি হতে পারে সিংহের। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে কন্যার। ফেলে রাখা কাজ শেষ হবে মীনের। সম্পর্কের উন্নতি হবে কুম্ভের। দেনা হতে পারে মকরের। সংসারের মঙ্গল হবে ধনুর। মূল্যবান উপহার পেতে পারেন বৃশ্চিক। আজ ব্যবসা বাড়বে তুলার। একনজরে দেখে নিন আজকের রাশিফল।