Advertisement

স্পেশাল

Durga Puja Cap Bonduk : হারিয়ে গিয়েছে ক্যাপ-বন্দুক, স্মার্টফোন-সেলফিতে মজে আজকের কচিকাঁচারা

প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 01 Oct 2022,
  • Updated 12:36 PM IST
  • 1/7

বছর বছর আসে দুর্গাপুজো (Durga Puja 2022), মা আসেন বাপের বাড়ি। আর মায়ের আগমনকে ঘিরে উৎসবে-আনন্দে মেতে ওঠেন বঙ্গবাসী। কারণ এই ক'দিন বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে একদম অন্যরকম একটি জীবন। 

  • 2/7

প্রত্যেকেই নিজের মতো করে উপভোগ করেন দুর্গোৎসব। তবে সময় যত এগোচ্ছে ততই বদলাচ্ছে পুজোর আনন্দ উপভোগের মাধ্যম। পরিবর্তন আসছে আড্ডা, ঘোরাফেরা, খাওয়াদাওয়া সবক্ষেত্রেই। 

  • 3/7

যেমন ক্যাপ বন্দুকের (Cap Bonduk) কথাই ধরা যাক। একটা সময় ছিল নতুন জামা গায়ে ওঠার সঙ্গে সঙ্গে কচিকাঁচাদের হাতে চলে আসত ক্যাপ বন্দুক। পাতলা টিনের বন্দুকে 'রিল ক্যাপ' বা 'টিপ ক্যাপ' ভরে ফাটানোর আনন্দে মশগুল হয়ে থাকত ছোট ছোট ছেলে মেয়েরা। (ক্যাপ বন্দুকের সমস্ত ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)

  • 4/7

ঢাকের শব্দের পাশাপাশি পুজো মণ্ডপগুলি ভরে উঠতো ক্যাপ ফাটার শব্দে। পরবর্তী সময়ে সেই টিনের বদলে বাজারে এসেছে লোহা বা প্লাস্টিকের বন্দুকও। তবে একটা সময় সেগুলিও জনপ্রিয়তা হারিয়েছে।

  • 5/7

আজও হয়ত কোনও কোনও পুজো মণ্ডপ বা বাড়িতে বালক-বালিকাদের হাতে ক্যাপ বন্দুক (Cap Gun) দেখা যায়, তবে তা নেতাই হাতেগোনা। চাহিদা নেই ফলে কমেছে বিক্রিও। কোনও কোন দোকানে খুঁজলে এখনও হয়ত ক্যাপ ও বন্দুক মেলে, কিন্তু তার সংখ্যাও কম। 

আরও পড়ুনছবিতে রয়েছে একটি ভুল, বলতে পারবেন? অনেকেই ফেল করেছেন

  • 6/7

মূলত আজকালকার প্রজন্মের ক্যাপ বন্দুক ফাটানোর প্রতি আকর্ষণ কমেছে বলেই, তাঁরা এখন আর এই জিনিস দোকানে রাখছেন না বলে জানাচ্ছেন ব্যবসায়ীদের একাংশ। তাঁদের মতে, ক্যাপ বন্দুকের পরিবর্তে এখন ছোট ছোট ছেলে মেয়েরা পুজোর আনন্দ খুঁজে নিচ্ছে স্মার্টফোন (Smartphone) বা সেলফি ক্লিকের (Selfie Click) মতো বিষয়গুলিতে।

  • 7/7

যার ফলে খুব স্বাভাবিকভাবেই ম্লান হয়ে যাচ্ছে ক্যাপ বিস্ফোরণের ঝলকানি, মিলয়ে যাচ্ছে শব্দ। 

Advertisement
Advertisement