Advertisement

স্পেশাল

Most Expensive Fish Of World Platinum Arowana: বিশ্বের সবচেয়ে দামী মাছ এটাই, একটির দামেই কেনা যায় একাধিক বাড়ি-গাড়ি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jul 2023,
  • Updated 7:10 PM IST
  • 1/10

Most Expensive Fish Of World Platinum Arowana: আমরা যে সব মাছ খেতে ভালবাসি বা আশপাশে দেখি তার মধ্যে ভেটকি, ভোলা, চিতল, ইলিশ এগুলির দাম বেশ চড়া। ইলিশ খেতে আমরা সকলেই ভালবাসি। তাইতো বর্ষা আসলেই ইলিশের জন্য ছোটাছুটি করি। কোথায় কম পাওয়া যাবে? তবে দাম বেশ চড়া বলে সাধারণত আমরা সব সময় খেতে পারি না। অপেক্ষা করি দাম কখন একটু নামবে।

  • 2/10

একটি ইলিশের দাম কত? ২ হাজার, ৩ হাজার অথবা খুব বড় বা পাকা ইলিশ হলে চার-পাঁচ হাজার টাকা পর্যন্ত উঠে যায় দাম। যা শুনে মাথা ঘুরতে থাকে ক্রেতাদের। তাই বাজারে গিয়ে দরদান করে ৭-৮শো গ্রাম ওজনের ইলিশের বাইরে যেতে পারি না আমরা। কিন্তু যদি বলি যে ইলিশ তো কিছুই নয়, এর চেয়েও ঢেরগুণ বেশি দামি মাছ বাজারে পাওয়া যায়। যার দাম যদি খোলসা করি তাহলে জ্ঞান হারিয়ে ফেলাও অসম্ভব নয়।

  • 3/10

আজ যে মাছের কথা আমরা আলোচনা করব সেটি বিশ্বের সবচেয়ে দামিতম। কেউ কেউ এই মাছ খেলেও এটি মূলত অ্যাকোরিয়ামে রাখতেই বেশি পছন্দ করেন মানুষ। গোটা বিশ্ব জুড়ে এর চাহিদা তুঙ্গে।

  • 4/10

মাছটির নাম প্লাটিনাম আরওয়ানা (Platinum Arowana) কেউ কেউ বলেন হোয়াইট আরোয়ানা (White Arowana)। কারণ এটিj দুধ সাদা রংয়ের জন্য। এই মাছটি নিয়েই কথা হচ্ছে। এর দাম কত জানেন?

  • 5/10

একটি সাধারণ আকারের প্ল্যাটিনাম আরওয়ানার দাম গড়ে ২ থেকে আড়াই কোটি টাকা। কোনও কোনটি বড় হলে তিন কোটি টাকা পর্যন্ত দাম উঠে গিয়েছে, এমন নজির রয়েছে।

  • 6/10

অর্থাৎ এই মাছের একটির দামে বাড়ি-গাড়ি সম্পত্তি বিশ্বের সমস্ত বিলাসিতা কিনতে পারবেন একটি মাছের টাকায়। সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্তের সারা জীবনের আয়ের চেয়েও এর দাম বেশি।

  • 7/10

এই মাছটি বেশি পাওয়া যায় মূলত সাদাকালো সোনালি, রূপালি কিংবা ধূসর রংয়ের চকচকে আঁশযুক্ত রংয়ে । তবে কমলা, হলুদ, লাল, সবুজ রঙের ভ্যারাইটিও রয়েছে।

  • 8/10

এই মাছটি সাধারণত আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন সমুদ্র ও নদীতে বেশি পাওয়া যায়। তবে ভারত মহাসাগর এলাকার কিছু কিছু জায়গাতেও মাছের অস্তিত্ব মিলেছে। তবে গোটা বিশ্বে এই মাছের পরিমাণ খুব কম।

  • 9/10

বিশ্বের বিভিন্ন জায়গায় এই মাছটি স্ট্যাটাস সিম্বল। এই মাছটি নিজের অ্যাকোরিয়ামে থাকা মানে আপনার প্রতিপত্তি বেড়ে গেল। বেশ খানিকটা কেউ কেউ আবার এটিকে সৌভাগ্যশালী প্রতীক বলে মনে করেন।

 

  • 10/10

এই মাছ যখন বিক্রি হয় বা নিলামে তোলা হয়, তখন নিজের হেফাজতে রাখতে ধনকুবেররা এর ইচ্ছেমতো দাম দিতে কার্পণ্য করেন না। মাছটির এখনও পর্যন্ত সর্বাধিক দাম রেকর্ড হয়েছে ৪ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকা।

Advertisement
Advertisement