Aeroponic Potato Farming Technique: মাটিতে নয়, আলু ফলবে শূন্যে। বিহারের কৃষকরা এই নতুন প্রযুক্তিতে আলু চাষ শুরু করবেন। Aeroponic প্রযুক্তিতে এই চাষ করা হবে। এতে নাকি ফলনও হবে ১০ গুণ বেশি। এই দাবি করেছেন, আগওয়ানপুর কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী পঙ্কজ কুমার রায়।
কীভাবে এই চাষ করা সম্ভব?
Aeroponic প্রযুক্তি এমন একটি কৌশল যার মাধ্যমে মাটি ও জমি ছাড়াই আলু চাষ করা যায়। এই কৌশলে মাটি ও জমি উভয়েরই ঘাটতি পূরণ করা সম্ভব। হরিয়ানার কর্নাল জেলায় অবস্থিত আলু প্রযুক্তি কেন্দ্রে Aeroponic আলু চাষ উদ্ভাবন করা হয়েছে। এই কৌশলটির বিশেষ বৈশিষ্ট্য হল, মাটি ও জমি ছাড়া আলু চাষ হবে। আবার ফলনও ১০ গুণ পর্যন্ত বাড়বে। জানা গিয়েছে, এই কৌশলে আলু চাষের অনুমোদনও দিয়েছে সরকার।
আরও পড়ুন : Mamata Banerjee's Flight Problem : '১০ সেকেন্ড হলেই ক্র্যাশ করত', বিমান 'বিভ্রাট'-এর কারণ জানালেন মমতা
ভারত সরকার Aeroponic Potato Farming-এর মাধ্যমে আলু চাষের অনুমোদন দিয়েছে। এই কৌশলে কৃষকদের আয় বাড়বে। আবার কৃষি বিশেষজ্ঞদের দাবি, এই চাষের খরচও কম হবে।
যাঁরা এই Aeroponic Potato Farming নিয়ে গবেষণা করেছেন তাঁদের দাবি, এই কৌশলে ঝুলন্ত শিকড়ের মাধ্যমে ফসলে পুষ্টি পৌঁছে দেওয়া সম্ভব হয়। ফলে আলাদা করে মাটি-জমি লাগবে না।
আরও পড়ুন :
আগওয়ানপুর কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী পঙ্কজ কুমার রায় বলেন, এই কৃষিকাজ পদ্বতি চাষিদের জন্য লাভজনক। এই পদ্ধতিতে আলুর উৎপাদন ক্ষমতা ৩ থেকে ৪ গুণ বাড়ানো যায়। শুধু হরিয়ানা নয়, অন্য রাজ্যের কৃষকরাও এই প্রযুক্তির সুবিধা পাবেন।