পিঁপড়ের ছবি সামনে থেকে দেখলে কেমন দেখতে লাগবে। এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। সম্প্রকি পিঁপড়ের একটি ছবি সামনে এসেছে। যা দেখে হতবাক হয়ে যাবেন অনেকেই। লিথুয়ানিয়ার এক ফটোগ্রাফার সম্প্রতি এই ছবিটি তুলেছেন। এই ছবির ক্যাপশনে ছিল, 'পিঁপড়ে' (Camponotus)। ছবিতে পিঁপড়ের এই মুখ সম্পূর্ণ ভাবে আলাদা। এমন ছবি আগে কেউ দেখেননি। মুখটি একটি স্টেরিও ১০x মাইক্রোস্কোপ দিয়ে পাঁচবার বড় করা হয়েছিল। বিচারকরা এই ছবিটিকে 'Images of Distinction' বিভাগে রেখে পুরস্কৃত করেছেন।
পিঁপড়ার এই ভীতিকর ছবি দেখে অনেকেই ঘাবড়ে যাবেন। কীটতত্ত্ববিদরা বলছেন যে কিছু পরজীবী পিঁপড়াদের মন নিয়ন্ত্রণ করে এবং একটা সময়ের পরে পিঁপড়েকে জম্বিতে পরিণত করে। এই পিঁপড়েগুলো তখন কার্যত পুতুলের মতো কাজ করে। এক প্রকার ছত্রাকের রূপ নেয় পিঁপড়ের শরীর। ধীরে ধীরে এই ছত্রাক পিঁপড়ে গোটা দেহে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথম এক সপ্তাহ সবকিছু ঠিকঠাক থাকলেও, তার পরে পিঁপড়ের গতিবিধি পরিবর্তন হতে থাকে। পিঁপড়ে সর্বদা একটি সরল রেখায় চলে। কিন্তু এই ছত্রাকের প্রভাভে পিঁপড়ে দল থেকে আলাদা হয়ে যায়। তারপরে দিশাহীন ভাবে চলাফেরা করে। কখনও গোল গোল ঘুরতে থাকে, কখনবা এক জায়গায় স্থির হয়ে থাকে। এই রোগের শেষ পর্যায়ে বেশিরভাগ সময়ে কোনও ঝোঁপে পিঁপড়েটি মরে যায়। তারপরে সেই ছত্রাক বেরিয়ে অন্য কোনও শিকারের সন্ধান শুরু করে।