Advertisement

Swami Vivekananda: বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক বিদেশিনী, গায়ে কাঁটা দেওয়ার মতো উত্তর ছিল স্বামীজির

সময়ের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের জ্ঞান এবং তাঁর বাণী তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাঁর বক্তৃতা ও কথায় শুধু ভারতবাসীই নয়, বিদেশিরাও মুগ্ধ হয়েছিল। সবাই তাকে তাদের আদর্শ মনে করতে থাকে। সেইসময়ে একজন বিদেশি মহিলা স্বামী বিবেকানন্দের চিন্তায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

স্বামীজিকে বিয়ে করতে চাইলেন বিদেশিনী,তারপর.....
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2024,
  • अपडेटेड 11:05 AM IST

স্বামী বিবেকানন্দ, যিনি ভারতীয় বেদ, পুরাণ এবং দর্শনকে সারা বিশ্বে পরিচিত করেছিলেন, তিনি এখনও দেশের যুবকদের জন্য পথপ্রদর্শক। তাঁর চিন্তা ও শিক্ষাই জীবনের সফলতা অর্জনের নিখুঁত সূত্র। তিনি সর্বদাই দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা ছিলেন এবং আগামী প্রজন্মের জন্যও থাকবেন। তাঁর জীবন সম্পর্কে অনেক উপাখ্যান এবং গল্প রয়েছে যা আমাদের জন্য জীবনের দুর্দান্ত পাঠ। একবার এক মহিলা বিবেকানন্দকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাঁর উত্তরে স্বামীজি কী বলেছিলেন, চলুন জেনে নেওয়া যাক সেই গল্প। 


সময়ের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের জ্ঞান এবং তাঁর বাণী  তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাঁর বক্তৃতা ও কথায় শুধু ভারতবাসীই নয়, বিদেশিরাও মুগ্ধ হয়েছিল। সবাই তাকে তাদের আদর্শ মনে করতে থাকে। সেইসময়ে একজন বিদেশি মহিলা স্বামী বিবেকানন্দের চিন্তায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।  প্রতিদিন তাঁকে নিয়ে ভাবতে থাকেন। সেই মহিলা স্বামীজির সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছিলেন,  কিন্তু তা হয়নি।

 

একবার সেই বিদেশি মহিলা এক অনুষ্ঠানে পৌঁছেছিলেন যেখানে স্বামী বিবেকানন্দও উপস্থিত ছিলেন। কোনো ভয় ছাড়াই তিনি  স্বামীজির কাছে গিয়ে বলেন, "আমি তোমাকে বিয়ে করতে চাই।" 

মহিলার ভাবনা শুনে স্বামী বিবেকানন্দ তাকে জিজ্ঞেস করলেন, কেন তিনি শুধু তাঁকেই বিয়ে করতে চান? তাঁর  মধ্যে কী দেখেছেন? স্বামীজির প্রশ্নের উত্তরে ওই বিদেশি মহিলা বলেছিলেন, আমি তোমাকে দেখে খুব মুগ্ধ। তুমি  খুব জ্ঞানী এবং প্রতিভাবান। আমি চাই আমার ছেলে ঠিক তোমার মতো হোক। তাই তোমাকে বিয়ে করতে চাই।

 

 

Advertisement

মহিলার এই ইচ্ছা জেনে স্বামীজি মহিলাকে বলেছিলেন যে এটি হওয়া অসম্ভব, কারণ তিনি একজন সন্ন্যাসী। তারপর তিনি আরও বলেন, আমি আপনাকে  বিয়ে করতে না পারলেও তোমার ইচ্ছা পূরণ করতে পারব। মহিলাটি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন সেটা কেমন করে সম্ভব। এর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনি আমাকে আপনার  ছেলে মনে করবেন আর আমি আপনাকে মা। এতে করে আমার মত ছেলে পাবেন। স্বামী বিবেকানন্দের কথা শোনার সঙ্গে সঙ্গে  মহিলাটি তাঁর পায়ে প্রণাম করেন। তিনি আরও বলেন, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। আমি তোমাকে নিয়ে গর্বিত।

সেই মহিলার কথা শুনে স্বামীজি বলেছিলেন, যে তিনি একজন সন্ন্যাসী, তাই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন না। তবে  তিনি পুত্র হতে  পারেন। এতে করে তার সন্ন্যাস ভাঙবে না, আর ওই মহিলা পুত্রও পাবেন। একথা শুনে মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ে এবং তিনি স্বামীজীর পায়ে পড়ে বলেন, তুমি ধন্য। তুমি ভগবানের রূপ যে খারাপ সময়েও বিচলিত হয় না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement