কলকাতা, ৬ অক্টোবর : দাম কমল সোনা ও রুপোর। মঙ্গলবার বিশ্ব বাজারে নিঃশব্দতার জেরে ভারতের বাজারে কম হল সোনা এবং রুপোর দর। দিন শুরুর প্রথম দিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস হ্রাস পেয়েছে ০.১৫ শতাংশ। এখন প্রতি ১০ গ্রাম সোনার মূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, পতন ঘটেছে রুপোর ডিসেম্বর ফিউচার প্রাইসেও। ০.১২ শতাংশ হ্রাস পেয়ে তখন প্রতি কিলো রুপোর দর উঠেছিল ৬১ হাজার ৮৬৮ টাকা।
গতকাল MCX-এ সোনা-রুপোর দামে চূড়ান্ত অস্থিরতা দেখা গিয়েছিল। বেচাকেনা চলাকালীন এক সময় সোনার দাম কমে হয়েছিল ৫০ হাজার ৩০ টাকা। যা ছিল দিনের মধ্যে সর্বনিম্ন। তবে বাজার বন্ধ হওয়ার সময় সকালের ক্ষতি সামলে সোনার ফিউচার প্রাইস ০.১ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে, রুপোর ফিউচার প্রাইসে ১ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছিল।
গত অগস্ট মাসে প্রতি কিলো রুপোর দাম ৮০ হাজার টাকার রেকর্ড গড়েছিল। অতিমারি চললেও সামনেই আসছে উৎসবের মরসুম।ঠিক কোন জায়গায় যাবে সোনালী ও রুপালি ধাতুর দাম? পুজোর পরেই ধনতেরাস এবং বিয়ের মরসুম। তাই যথেষ্ট চিন্তিত ক্রেতা ও বিক্রেতা উভয়ই।