ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৩১তম মৃত্যুবার্ষিকী সদ্য পেরলো। রাজীব গান্ধীর প্রেম জীবনও তাঁর রাজনৈতিক জীবনের মতো আকর্ষণীয় ছিল। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) একবার বলেছিলেন, কখন এবং কীভাবে রাজীবের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। সোনিয়া জানান, তাঁর বাবা রাজীব গান্ধীর সঙ্গে বিয়েতে কোনও ভাবে রাজি ছিলেন না।
৩ আগস্ট, ২০০৬-এ, সোনিয়া গান্ধী দিল্লিতে একটি সরকারি সফরে ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়াজেনেগারের স্ত্রী মারিয়া শ্রীবরের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে এই কথোপকথনটি মার্কিন দূতাবাসও রেকর্ড করেছে। এই বৈঠকে সোনিয়া প্রকাশ করেন যে তিনি এবং রাজীব তাঁদের সম্পর্ক গোপন রাখতে পছন্দ করতেন এবং উভয়েরই রাজনীতিতে কোন আগ্রহ ছিল না।
সোনিয়া গান্ধী বলেছিলেন যে রাজীব গান্ধীর সঙ্গে তার বিয়েতে তার বাবা-মা আপত্তি করেছিলেন। কিন্তু সোনিয়া তার সিদ্ধান্তের বিরোধিতা করে রাজীবকে বিয়ে করতে এগিয়ে যান। সোনিয়া শ্রীবরকে বলেন, 'মানুষ আমাকে প্রায়ই এ বিষয়ে প্রশ্ন করেন। একদিন আমি এই গল্পের উপর একটি পুরো বই লিখব।'
কেন রাজীবের সঙ্গে বিয়ের বিপক্ষে ছিলেন সোনিয়ার বাবা?
সোনিয়া জানান, ভারতে যাওয়ার আগে বাবার সঙ্গে বিয়ের কথা বলতে এসেছিলেন রাজীব। তবে, তার বাবা রাজীবের সঙ্গে তার বিয়ের বিরুদ্ধে ছিলেন। তার বাবা বলেন, এখান থেকে ভারত অনেক দূরে এবং সেখানকার রীতিনীতি সম্পূর্ণ আলাদা। সে কারণেই তার বাবা চাননি তার মেয়ের বিয়ে এত দূরে হোক।
প্রথম সাক্ষাৎ কেমন ছিল?
সোনিয়া বলেন, 'আমি এবং রাজীব গান্ধী একটি রেস্তোরাঁয় দেখা করেছি। আমি যখন কেমব্রিজে ছিলাম, সেখানে একটি রেস্তোরাঁ ছিল সেখানে খুব ভালো ইতালিয়ান খাবার পাওয়া যেত। ইংলিশ খাবার পছন্দ করতাম না। সে কারণেই সে প্রতিদিন ওই রেস্টুরেন্টে খেতে যেতাম। রাজীব ও সোনিয়ার এক কমন বন্ধু ছিল, যার মাধ্যমে দুজনের প্রথম দেখা হয়। এর আগে রাজীব সোনিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাজীব প্রথম দেখাতেই সোনিয়াকে হৃদয় দিয়েছিলেন।