Advertisement

আনলক ৫: পুজোয় নতুন-পুরনো মিলিয়ে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি

করোনার আবহে এবছরের পুজোর দিনগুলি একটু ফ্যাকাসে হবে, সেই আন্দাজ ছিলই। কিন্তু তার মধ্যেই স্বস্তি দিল আনলক ৫-এ সিনেমা হল খোলার নির্দেশ। পুজোর আগেই ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জ়োনের বাইরে সব রাজ্যের প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গাইডলাইন মেনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন হল মালিকরা।

পুজোয় মুক্তি পাচ্ছে নতুন ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2020,
  • अपडेटेड 10:43 AM IST
  • আনলক ৫-এ সিনেমা হল খোলার নির্দেশ।
  • নতুন মুক্তি ও রি-রিলিজ মিলিয়ে প্রায় পাঁচটি ছবি মুক্তি পাচ্ছে পুজোয়।
  • মিমি-নুসরত এবং যশ দাশগুপ্তর ছবি ‘এস ও এস কলকাতা’ প্রথম থেকেই জানিয়েছিল পুজোয় মুক্তির কথা।

কলকাতা, ৬ অক্টোবর : করোনার আবহে এবছরের পুজোর দিনগুলি একটু ফ্যাকাসে হবে, সেই আন্দাজ ছিলই। কিন্তু তার মধ্যেই স্বস্তি দিল আনলক ৫-এ সিনেমা হল খোলার নির্দেশ। পুজোর আগেই ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জ়োনের বাইরে সব রাজ্যের প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গাইডলাইন মেনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন হল মালিকরা। পিছিয়ে নেই সিনেমার কারিগররাও। 

নতুন মুক্তি ও রি-রিলিজ মিলিয়ে প্রায় পাঁচটি ছবি মুক্তি পাচ্ছে পুজোয়। তালিকায় প্রথমেই রয়েছে এসভিএফের 'ড্রাকুলা স্যার'। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী। ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। অঞ্জন দত্তের 'সাহেবের কাটলেট'-ও সিনেমা হলে আসছে পুজোতেই। তবে সৃজিতের 'কাকাবাবুর প্রত্যাবর্তনে'র পুজোয় মুক্তির কথা শোনা গেলেও তা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। 

মিমি-নুসরত এবং যশ দাশগুপ্তর ছবি ‘এস ও এস কলকাতা’ প্রথম থেকেই জানিয়েছিল পুজোয় মুক্তির কথা। সেই মতোই প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'রক্ত রহস্য' সামনে আসছে পুজোতেই। সৌকর্য ঘোষালের পরিচালনায় কোয়েল মল্লিক রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে। স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়-একসঙ্গে পুজোয় আসছেন 'গুলদস্তা' নিয়ে। 

অন্যদিকে, লকডাউনের আগে মাত্র দশদিন সিনেমাহলে চলেছিল শিবু-নন্দিতার প্রযোজিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। পুজোয় ফের মুক্তি পাচ্ছে ঋতাভরীর এই ছবি। পুজোয় সবমিলিয়ে ছ'টি ছবি মুক্তি পেলেও বাংলা ছবির তালিকাটি কিন্তু লম্বা। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’, ‘টনিক’, ‘মায়াকুমারী’, ‘হাবজি গাবজি’, 'কাকাবাবুর প্রত্যাবর্তন', ‘ধর্মযুদ্ধ’-র মতো বিগ বাজেটের ছবি। 

‘হাবজি গাবজি’ -যে ক্রিসমাসে আসছে একথা জানিয়ে দিয়েছেন রাজ। অতিমারীর কারণে শেষ করা যায়নি গোলন্দাজ-এর কাজ। তবে শর্তসাপেক্ষে হলেও সিনেমা হলগুলি খোলার অনুমতি মিলেছে তাতেই খুশি সিনেপ্রেমীরা। পুজোর ভিড় এড়িয়ে পঞ্চাশ শতাংশ দর্শক সিনেমা হলের দিকে পা বাড়ায় কিনা এখন তারই আশায় ইন্ডাস্ট্রি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement