দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগোর বিমানে, গর্ভবতী মহিলা যাত্রী জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের। ফ্লাইট এটেনডেন্টরা যখন বুঝতে পারেন প্রসব যন্ত্রণা উঠেছে ওই মহিলার, তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা করেন তাঁরা। প্রসব করার জন্য সবরকম সহযোগিতা করা হয় মহিলাকে।
বুধবার 6E - 122 দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানে ছিলেন এক গর্ভবতী মহিলা যাত্রী। বিমান যখন মাঝ আকাশে, তখন প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। ফ্লাইট এটেনডেন্টদের সহযোগিতায় পুত্র সন্তান প্রসব করেন তিনি। বাচ্চাটি প্রি-ম্যাচিউর হওয়ায় অনেক সাবধানে রাখা হয় তাকে। মা এবং পুত্র দুজনেই সুস্থ আছে। ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর পরই ইন্ডিগোর তরফ থেকে সাদরে স্বাগত জানানো হয় শিশুটিকে।
পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, “ আমরা নিশ্চিত করছি একটি প্রি-ম্যাচিওর শিশুপুত্রর দিল্লি থেকে বেঙ্গালুরুগামী 6E 122 বিমানে জন্ম হয়েছে। এই মুহূর্তে আরো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।“
সূত্রের খবর সদ্যোজাত শিশুটির সারা জীবনের বিনামূল্যে টিকিটের দায়িত্ব নেবে ইন্ডিগো। ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর পরে।