১৯৯৭ সালের বইমেলা পুড়ে খাক হয়ে যায়। সেবার বইমেলা হবে না-এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে অসাধ্য সাধন করেন বুদ্ধদেব ভট্টাচারয ও কান্তি গঙ্গোপাধ্যায়। বলা ভালো, বুদ্ধদেববাবুর নেতৃত্বে ও কান্তি গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টাতেই বইমেলা করা ফের সম্ভব হয়।