বাঁকুড়ার ছাতনা ব্লকের অন্তর্গত মন্তমড়া গ্রামের বাসিন্দা অয়ন দেঘুড়িয়া। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার ক্লাস টুয়েলভের ছাত্র অয়ন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসায় পাড়ি দিয়ে এসেছেন। ছোটবেলা থেকেই স্পেস সায়েন্স নিয়ে আগ্রহ ছিল অয়নের। ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই স্পেস সায়েন্স নিয়ে আগ্রহ জন্মায়। চন্দ্রযান মিশন, মার্শ মিশন দেখে আগ্রহ আরও তীব্র পায়।