মঙ্গল গ্রহে প্রায়ই অদ্ভুত জিনিস আবিষ্কৃত হয়। সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসার (NASA) কিউরিওসিটি রোভার (Curiosity Rover) পাথরে একটি বর্গাকার পথের ছবি পাঠিয়েছে। মনে হয় পাথর কেটে ভেতরে একটা পথ তৈরি করা হয়েছে। এই দরজার ভিতরে কী আছে তা এই মুহূর্তে জানা যায়নি। কিন্তু দেখলে মনে হয় এর ভেতরে কোনো প্রাণী বাস করে। নাসার এই ছবিটি বেশ চমকপ্রদ। তবে এখনই এ নিয়ে কোনও মন্তব্য করেনি নাসা। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ।-