শাল-সেগুনে ঘেরা চারপাশ। হঠাৎই শেষ হয়ে যায় পিচ রাস্তা। পথ নির্দেশ দেয় গড় জঙ্গলের (Garh Jangal) ঠিকানা। শ্যামারূপার মন্দির (Goddess Shyamrupa)। পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির দাবি, কাঁকসার এই জঙ্গলে সেনদের ইষ্টদেবী শ্যামারূপাকে লুকিয়ে রেখেছিলেন রানি সাধনা। ইতিহাস আছে। আবার লোককথাও আছে। তবুও প্রায় হাজার বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দির এখনও জাগ্রত বলেই দাবি এলাকার মানুষের। রাজা লক্ষ্মণ সেনের এই মন্দির একসময় দেখভাল করতেন রাজা ইছাই ঘোষ। আজও নাকি অষ্টমীর সন্ধিক্ষণে তিনটি তোপধ্বনি শোনা যায়। সেই তোপ শুনেই নাকি পুজো শুরু করেন সুড়ুলের সরকাররা।