১৫ অগস্ট। স্বাধীনতা দিবস। দেখতে দেখতে ৭৬ বছর পার। আমরা স্বাধীন হয়েছি। পরাধীনতার দাসত্ব থেকে দেশকে যাঁরা আলো দেখিয়েছেন, যাঁদের বলিদানে আমরা স্বাধীন হয়েছি, তাদেরকে আমরা কতটা মনে রেখেছি। কত স্বাধীনতা সংগ্রামী বাংলার ঘরে ঘরে জীবন দিয়েছে। অথচ পাঁচজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে গিয়ে আমাদের এখন হোঁচট খেতে হয়। কেউ কেউ কবিতা -গানে এই স্বাধীনতা দিবস স্মরণ করবে। কিন্তু সবাই কি সেটা করবে। কিভাবে এই দিনটি কাটাবেন সাধারণ মানুষ?