ভারতের স্বাধীনতা আন্দোলনে অগণিত বিপ্লবী তাঁদের জীবন-যৌবন বলিদান দিয়েছেন। লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী ও কংগ্রেসের অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তবে, কয়েকজন গিয়েছিলেন ভিন্ন পথে। তাঁদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষ চন্দ্র বসু। শুধুমাত্র গান্ধীজির অহিংসা আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বাধীন করা যাবে না, একথা বুঝেছিলেন নেতাজি। তবে, ইতিহাস বলছে নেতাজির আগে এটা বুঝেছিলেন আরও এক বাঙালি। তিনি আর কেউ নন, বাংলার বীর সন্তান বিপ্লবী পুলিনবিহারী দাস।