ফিল্ম ইন্ডাস্ট্রির কারও সঙ্গে শত্রুতা নেই। কেউ জেনেবুঝে কিছু বলে না। অনেক সময় মাথা গরমে ছোট-বড় কথা হয়ে যায়। রাজনীতিতে সর্বোচ্চস্তরের নেতারা যত পছন্দ করেন তত নীচের তলার লোকেরা অপছন্দ করে। তখন রাজনীতিতে বাধা তৈরি করে। তবে প্রতিটি পেশারই কিছু বাধা থাকে। বাধা সে-ই পার করতে পারে যার ক্ষমতা রয়েছে। আমার ক্ষমতাও রয়েছে। আবার মমতাও আছে। মমতারদির নেতৃত্বে চলছি। তিনি ভালো কাজ করছেন। আমি পরিশ্রম করছি। যাতে মমতাদির সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারি।