শুরু হয়ে গিয়েছে সাহিত্য আজতক। সাহিত্য থেকে রাজনীতি সব বিষয় নিয়ে ধুন্ধুমার আলোচনা হবে দুদিন ধরে। আর সাহিত্য আজতক-এর প্রথমদিনেই আড্ডা জমিয়ে দিলেন কবি শ্রীজাত। শ্রীজাতকে জিজ্ঞেস করা হয় যে তাঁর কবিতায় ভাষার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে এবং কবি যে ভাষায় কবিতা লিখেছেন তা খুবই সহজ ভাষায়, যা নতুন প্রজন্মকে কানেক্ট করতে পারে সরাসরি। এই প্রসঙ্গে শ্রীজাত বলেন, এর আগেও আমার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, যেখানে আমি পথ খুঁজছিলাম, পথ পেয়ে গেলে লেখা আর হত না, লেখা থামিয়ে দিতে হত।