বাংলাদেশ গান-বাজনার বিষয়ে অনেকটা মুক্ত। তাদের বাউল থেকে শুরু করে আধুনিক গানের সীমা অনেকটা বিস্তৃত। দাবি করলেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। 'ব্যক্তিগত'-তে সুরজিৎ বলেন, 'গান-বাজনা করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক ওপেন মাইন্ডেড। আমাদের অনেক ছুৎমার্গ রয়েছে। সেগুলোকে পেরোতে হবে।'