২০১২ সালে \'ভূমি\' ব্যান্ড ছেড়ে \'সুরজিৎ ও বন্ধুরা\' খোলেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্তে অনেকে হতচকিত হয়ে যান। সেই থেকে যদিও \'সুরজিৎ ও বন্ধুরা\' -তেই গান করছেন সুরজিৎ। কিন্তু কেন \'ভূমি\' ব্যান্ড ছেড়েছিলেন সুরজিৎ? উত্তর দিলেন গায়ক।