Advertisement

১২ ক্রিকেটারের বিদায়, ২০২৪ সালে তৈরি ভারতের 'অবসর একাদশ'

২০২৪ সাল ভারতীয় ক্রিকেট সুখ-দুঃখ মিশিয়ে কেটেছে। ভারতীয় দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। কিন্তু এই বছরেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের ১২ জন তারকা খেলোয়াড়ও।

১২ ক্রিকেটারের বিদায়, ২০২৪ সালে তৈরি ভারতের 'অবসর একাদশ'
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 11:51 AM IST
  • বছর শেষে সবচেয়ে বড় ধাক্কা দিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন
  • বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই তারকা স্পিন অলরাউন্ডার

২০২৪ সাল ভারতীয় ক্রিকেট সুখ-দুঃখ মিশিয়ে কেটেছে। ভারতীয় দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। কিন্তু এই বছরেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের ১২ জন তারকা খেলোয়াড়ও। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান এবং অবশেষে রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা খেলোয়াড়রা অবসরের কথা জানিয়ে দিয়েছেন। তবে কোহলি, রোহিত ও জাদেজা শুধুই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

আসলে, এই বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারতীয় দল। ২৯ জুন অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় রোহিত শর্মারা। বার্বাডোসে এই ফাইনাল জেতার পর কোহলি এবং রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসরের ঘোষণা করেছিলেন। এটি ভক্তদের জন্য একটি বড় ধাক্কা ছিল। পরের দিনই এই দুঃখ আরও বাড়িয়ে দেন জাদেজা। যখন তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। এভাবে বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি তিন তারকা খেলোয়াড়ের অবসরে দুঃখ পান ভক্তরা।

১লা জুন ভক্তদের অবাক করে দিয়েছিলেন কার্তিক। কার্তিকের জন্মদিনও ছিল ১ জুন। একই দিনে কার্তিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র জুন মাসে ৪ জন খেলোয়াড়ের অবসর নেওয়ার পর ভারতীয় দল অগাস্টেও বড় ধাক্কা খেয়েছিল। কারণ ২৪ অগাস্ট তারকা ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেরও অংশ ছিলেন ধাওয়ান।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার ট্রফির অধীনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এই সিরিজের ঠিক আগে নভেম্বরে ধাক্কা দিয়েছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলার ৪০ বছর বয়সী এই উইকেটরক্ষক ৪০টি টেস্ট এবং ৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। এছাড়াও কেদার যাদব, বরুণ অ্যারন, বারিন্দর স্রান, সিদ্ধার্থ কৌল এবং সৌরভ তিওয়ারিও ক্রিকেটের তিনটি ফর্ম্যাটকেই বিদায় জানিয়েছেন। মনে হচ্ছিল ব্যাপারটা এখানেই থেমে যাবে।

Advertisement

বছরের শেষ ও সবচেয়ে বড় ধাক্কাটা অশ্বিন দেন

বছর শেষে সবচেয়ে বড় ধাক্কা দিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই তারকা স্পিন অলরাউন্ডার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গাব্বা টেস্ট ড্র হওয়ার পরপরই তিনি এই সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতিতে এই বছর ২০২৪ সালে মোট ১২ জন ভারতীয় ক্রিকেটার অবসর নিয়েছেন বিভিন্ন ফর্ম্যাটে।

অবসরের একাদশ

  • টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে কোহলি, রোহিত, জাদেজার অবসর
  • অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
  • দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, বরুণ অ্যারন, বারিন্দর স্রান, সিদ্ধার্থ কৌল এবং সৌরভ তিন ধরনের ক্রিকেটেই।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement