Advertisement

ICC World Cup 2023: চ্য়াম্পিয়নস ট্রফি থেকে বাদ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড? বাদ যেতে পারে আর কারা?

ICC World Cup 2023: আইসিসির তরফে এক আধিকারিক ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছ যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের পদ্ধতি কী। গত ২০২১ সালেই এই নিয়ম জানিয়ে দিয়েছিল ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। এই পদ্ধতি অনুসারে, এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ সাত দল ও হোস্ট পাকিস্তান খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তান যদি প্রথম সাতে থাকে তাহলে তাদের বাদ দিয়ে আরও ৭ টি দল অর্থাৎ পয়েন্ট তালিকার ৮ম দল পর্যন্ত সরাসরি খেলার সুযোগ পাবে।

চ্য়াম্পিয়নস ট্রফি থেকে বাদ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড? বাদ যেতে পারে আর কারা?
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 29 Oct 2023,
  • अपडेटेड 11:35 PM IST

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে ভয়াবহ পারফরম্যান্স গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ৬ ম্যাচে মাত্র একটি জয়। তাও শুধু বাংলাদেশের বিরুদ্ধে। ফল পয়েন্ট টেবলে আফগানিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডের মতো দলেরও নীচে সবশেষে রয়েছে থ্রি লায়ন্সরা। যার ফলে ৮ বছর পর অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়তে চলেছে তারা। এখনও ৩ টি ম্যাচ আছে সব কটি জিতে যদি তারা ৮ এ উঠতে পারে, তাহলে হয়তো মুখরক্ষা হবে। নইলে চ্যাম্পিয়নস ট্রফির মতো মেগা আসরে বিশ্ব ক্রিকেটের আরও এক শক্তিকে মিস করবে তারা। এছাড়াও বাংলাদেশও তাদের পথেই মিস করতে পারে চ্যাম্পিয়নস ট্রফি।

চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়ার নিয়ম কী?

আইসিসির তরফে এক আধিকারিক ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছ যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের পদ্ধতি কী। গত ২০২১ সালেই এই নিয়ম জানিয়ে দিয়েছিল ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। এই পদ্ধতি অনুসারে, এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ সাত দল ও হোস্ট পাকিস্তান খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তান যদি প্রথম সাতে থাকে তাহলে তাদের বাদ দিয়ে আরও ৭ টি দল অর্থাৎ পয়েন্ট তালিকার ৮ম দল পর্যন্ত সরাসরি খেলার সুযোগ পাবে।

২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকায় বর্তমানে ইংল্যান্ড এবং বাংলাদেশ দুই দলই রয়েছে ৬ ম্যাচে ১ টি জয় নিয়ে একই পয়েন্টে। রান রেটে সামান্য এগিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ইংল্যান্ড দশম অর্থাৎ সবশেষে। সাকিব আল হাসানআর মাত্র তিনটি ম্যাচ বাকি আছে এবারের আসরে। সেগুলোতে তাদের প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। যার মধ্যে অন্তত ২ টি জিততে পারলে তারা ৮ এ উঠে আসতে পারে। তিনটি ম্যাচের কোনোটিই না জিততে পারলে নয়ে বা দশে থেকে চরম হতাশার এই বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে থাকতে হবে টাইগারদের।

Advertisement

কলকাতায় আগের দিন শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বাংলাদেশের দলনেতা সাকিব বলেন, '(বিশ্বকাপের) সেমিফাইনালের সম্ভাবনা নয়, অন্তত আরেকটু ভালো করতে চাই। আমাদেরকে র‌্যাঙ্কিংয়ে আটের ভেতর থাকতে হবে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হয়। সে জায়গায় এখনও আমাদের হাতে তিনটা ম্যাচ আছে, যদিও আমাদের জন্য এরকম পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোটা কঠিন।'

ইংল্যান্ডের ক্ষেত্রেও এই আক্ষেপ রয়েছে। তাদেরও ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডের বিরুদ্ধে। তাদেরও যা ফর্ম তাতে তারা কার বিরুদ্ধে জিতবে তা দেবা না জানন্তি। এমনকী ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো বিশ্বকাপে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য বিবেচিতই হচ্ছে না।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement