এশিয়া কাপ ২০২৩ এ যে মেগা ম্যাচে সবার অপেক্ষা রয়েছে, তা হয়ে গিয়েছে। আজ শনিবার ২ সেপ্টেম্বর বিকেল তিনটেয় খেলা শুরু হয়েছে। ইতিমধ্যেই দুই পড়শি দেশের মধ্যে হতে চলা এই ম্যাচ শ্রীলঙ্কার পাল্লেকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় অনুসারে বিকেল তিনটের সময় শুরু হয়েছে। ভারত মাত্র ১৫ রান তুলতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার মাঝে এই ম্যাচের আগে আপনাদের দুটি টিমের পরিসংখ্যানের উপর যদি একবার চোখ বুলিয়ে নিতে হয় তাহলে আপনি অবাক হয়ে যাবেন।
দুদলের মধ্যে সাক্ষাৎকারে ফল
ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে ১৭ বার সামনাসামনি হয়েছে। এশিয়া কাপে গত ১৫ সিজনে টি২০ এবং ওয়ানডে ফরম্যাট মিলিয়ে দুই দল ১৬ বার নিজেদের মধ্যে খেলে ফেলেছে । ১৭ টি ম্যাচের মধ্যে ১৯৯৭ সালে কোনও ফলাফল বের হয়নি। বাকি ১৫ টি ম্যাচ দুই টিমের মধ্যে জোরদার টক্কর হয়েছে।
দেখা গেলে ১৯৮৪ সাল থেকে নিয়ে ২০১৮ পর্যন্ত এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে ১৩ টি ম্যাচ খেলেছে যার মধ্যে ভারতীয় দল পাকিস্তানকে ৭ বার হারিয়েছে এবং ৫ বার পাকিস্তান জিতেছে। যেখানে একটি ম্যাচ কোনও ফলাফল বের হয়নি ভারতীয় টিম পাকিস্তানকে ১৯৮৪, ১৯৮৮, ২০০৮, ২০১২ সালে একবার করে এবং ২০১৮ সালের ২ বার হারিয়ে ফেলেছে। অন্যদিকে পাকিস্তান এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১৯৯৫ সালে শারজায় জিতেছিল ।এরপর পাকিস্তান ২০০৪, ২০০৮, ২০১৪ সালে ভারতীয় দলকে হারায়।
যদি টি-টোয়েন্টি ফরমেটের কথা বলা হয় তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে কেবল ৩ টি ম্যাচ খেলা হয়েছে। ২০১৬ সালে ১ টি ২০২২ সালে ২ টি ম্যাচে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে খেলেছে। ২০১৬ সালে ভারত, পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয়। ২০২২-এ গ্রুপ স্টেজে ভারত, পাকিস্তানের কাছে হেরে যায়। এই পরিসংখ্যান দেখে এটা পরিষ্কার, ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে।