Advertisement

Asia Cup Bangladesh vs Sri Lanka: প্রথম ম্যাচেই হার বাংলাদেশের, দাপুটে জয় শ্রীলঙ্কার

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশী দল শুরুতে বিপাকে পড়ে। স্পিন বোলার মহিষ থিক্ষণা ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিদ হাসানকে এলবিডব্লিউ আউট করে দেন। ডেবিউ ম্যাচ খেলতে আসা তানজিদ নিজের খাতা খোলার আগেই আউট হয়ে যান। সেখানে দ্বিতীয় ওভারে অপর ওপেনার মহম্মদ নঈম স্পিনার ধনঞ্জয় ডিসিলভার বলে আউট হয়ে যান।  

প্রথম ম্যাচেই হার বাংলাদেশের, দাপুটে জয় শ্রীলঙ্কার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Sep 2023,
  • अपडेटेड 12:08 AM IST
  • প্রথম ম্যাচেই হার বাংলাদেশের
  • দাপুটে জয় শ্রীলঙ্কার

Asia Cup 2023: এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ-বিতে ম্যাচে শ্রীলঙ্কা,  বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট জয়ী হয়েছে। বৃহস্পতিবার পাল্লেকেলে খেলা ম্যাচে বাংলাদেশ, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। যেটি তারা ৬৬ বল বাকি থাকতে বাতিল করে নেয়। শ্রীলঙ্কা ওয়ানডে ইন্টারন্যাশনালে এটি লাগাতার ১১ তম জয়। সাদিরা সমরাবিক্রমা এবং চরিত অসলঙ্কা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সাদিরা ৭৭ বলে ৫৪ রান করেন। যার মধ্যে ৬ টি ৪ শামিল রয়েছে। সেখানে চরিতা আসালাঙ্কা ৯২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুজনের জন্য ৭৮ রানের পার্টনারশিপ করেন। এমনিতে শ্রীলঙ্কা শুরু খুব খারাপ হয়েছিল। তারা ৪৩ রানে ৩ উইকেটে হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে মনে হচ্ছিল শ্রীলঙ্কার এই লক্ষ্যমাত্রা পার করতেই কালঘাম ছুটে যাবে। যদিও সমরাবিক্রমা আর আসালঙ্কা মিলে সেই বিপদ কাটিয়ে দেন।

শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশী দল শুরুতে বিপাকে পড়ে। স্পিন বোলার মহিষ থিক্ষণা ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিদ হাসানকে এলবিডব্লিউ আউট করে দেন। ডেবিউ ম্যাচ খেলতে আসা তানজিদ নিজের খাতা খোলার আগেই আউট হয়ে যান। সেখানে দ্বিতীয় ওভারে অপর ওপেনার মহম্মদ নঈম স্পিনার ধনঞ্জয় ডিসিলভার বলে আউট হয়ে যান।  

বাংলাদেশের হয়ে শান্ত সাবধানী ইনিংস খেলেন

এরপর মথিশা পাথিরানার ১১ তম ওভারে ক্যাপ্টেন সাকিব আল হাসানকে উইকেটকিপার কুশল মেন্ডিস এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন। তখন বাংলাদেশের স্কোর ৩৬ রান। এরপর নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয় ৫৯ রানের ইনিংস খেলে বাংলাদেশকে কিছুটা লড়াইয়ের জায়গায় ফিরিয়ে আনেন। শান্ত ইনিংসে ২৪ তম ওভারে দাসুন শানাকার বলে চার মেরে ৬৬ বলে অর্ধশত রান করেন। এক বল পরেই শ্রীলঙ্কার ক্যাপ্টেন দসুন শানাকা তৌহিদ হৃদয়কে আউট করে সেই পার্টনারশিপ ভাঙ্গেন। এরপরে মুশফিকুর রহিম পথিরানার বলে আপার কাট মারতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ আউট হয়ে যান ।১৭৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপরে তেমন কেউ ভালো রান করতে পারেনি। ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত ৮৯ রানের ধৈর্যশীল খেলে দলকে একশোর ওপরে পৌঁছে দিতে সাহায্য করেন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement