IPL 2024 Abhishek Porel: রনজি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন আইপিএলে। কিন্তু খাঁটি বাঙালি বলতে মাত্র দুজন। একজন ঋদ্ধিমান সাহা এবং আরেকজন তিনি অভিষেক পোড়েল। বছর দেড়েক আগে ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনায় জখম হয়ে সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রামে চলে যান। ফলে আইপিএল দল দিল্লির উইকেটকিপারের খোঁজ ছিল। দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজরে ছিলেন। তিনিই সুপারিশ করে দলে নেন।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করছিলেন তিনি। জানা গিয়েছে, সৌরভ নিজেই উদ্যোগী হয়ে অভিষেককে দিল্লির ট্রায়ালে ডেকে পাঠান। ট্রায়ালে পছন্দ হওয়ার পর নিলামে অভিষেককে নিয়ে নেয় দিল্লি। গত বছর আইপিএলে খেলে নজর কেড়েছিলেন। তবে তেমন বড় রান আসেনি। এবার প্রথম ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে একেবারে আগুন ঝরিয়ে দিলেন।
ম্যাচের ১৮তম ওভারে যখন তিনি নামেন, তখন ইনিংসের বাকি মাত্র ১৭ বল। তার মধ্যে তিনি নিজে খেললেন ১০টি। তাতেই দিল্লিকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। যদিও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়, তবু তাঁর এমন ইনিংসের পর তাঁকে ইমপ্যাক্ট হিসেবে নয়, দলে রেখে কিংবা উপরে খেলানোর দাবি উঠেছে। এদিন তিনি গোটা ম্যাচে দারুণ বল করা হর্ষল পটেলের শেষ ওভারে বেধড়ক পিটিয়ে ২৫ রান সংগ্রহ করেন। ৩ টি চার ও ২ টি ছয়ের পর শেষ বলটি মিস করে মাত্র ১ রান করায় হর্ষল কিছুটা স্বস্তি পান। সেই সঙ্গে বাকি ম্যাচগুলিতে সুযোগ পাওয়া পাকা করে নিলেন।
শনিবার শুরুটা ভাল করলেও মাঝের দিকে একের পর এক উইকেট হারাতে থাকায় পঞ্জাবের বিরুদ্ধে ধুঁকছিল দিল্লি। রিকি ভুইয়ের জায়গায় ১৮তম ওভারে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে নামেন অভিষেক। সেই ওভারের শেষ বলে হর্ষলকে চার মারেন। পরের ওভারে মাত্র তিন রান হয়। এর পর হর্ষলের শেষ ওভার থেকে ২৫ রান নেন অভিষেক।
ইনিংস বিরতিতে তিনি বললেন, “তিন ওভার বাকি থাকার সময় আমি যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামব সেটা আগেই জানতাম। সাপোর্ট স্টাফেরা আমাকে বলেছিল তৈরি থাকতে। আজ যে ভাবে খেলেছি তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। অনুশীলনে এটাই আমার কাজ। সব বলেই মারতে হবে এমন পরিকল্পনা করিনি। বরং বল যে দিকে রয়েছে সে দিক দিয়ে শট খেলার চেষ্টা করেছি। ওটাই কাজে লেগেছে।”
একটা সময় মনে হচ্ছিল, ১৫০ পার করতে পারবে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম। কিন্তু পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পন্থের দল। সেখান থেকে শেষ ওভারে হঠাৎই বিস্ফোরক ইনিংস খেলে দিলেন অভিষেক। শেষ ওভারে নেন ২৫ রান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। ছাপও রেখে গেলেন। মাত্র ১০ বলে ৩২ রানের ইনিংস খেলে গেলেন অভিষেক। দুটো ছয় ও তিনটে চার মেরেছেন হর্ষল প্যাটেলকে।