নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশড হয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ভারত। বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ফের বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। 'আজতক'-এর কাছে খবর, , পারথ টেস্টে খেলবেন না রোহিত শর্মা। আগামী ২২ নভেম্বর পারথে প্রথম টেস্টে নামছে ভারত। সেই টেস্টে বাদ থাকছেন রোহিত।
পারথ টেস্টে খেলবেন না রোহিত
সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। আপাতত তিনি পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে চান বলে জানিয়েছেন। তবে অ্যাডিলেড টেস্ট থেকে ফের ভারতীয় দলে যোগ দিয়ে দেবেন রোহিত। যার নির্যাস, পারথে প্রথম টেস্টে রোহিতকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচের সিরিজে ৪টি ম্যাচে জিততেই হবে ভারতকে।
পারথ টেস্টে ভারতের ক্যাপ্টেন কে?
রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে ভারতীয় দলের অধিনায়ক যশপ্রীত বুমরাহ। রোহিত ছাড়াও পারথ টেস্টে না খেলার সম্ভাবনা শুভমন গিলেরও। প্র্যাক্টিস ম্যাচে চোট পেয়েছেন শুভমন। যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছিলেন। দ্বিতীয় টেস্ট অর্থাত্ অ্যাডিলেড টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। আশা করা যাচ্ছে, তার আগে ফিট হয়ে যাবেন শুভমন গিল।
দেবদত্তের শিকে ছিঁড়তে পারে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাঁ হাতি ব্যাটার দেবদত্ত পড়িক্কলকে ব্যাকআপ হিসেবে স্কোয়াডে রেখেছে বিসিসিআই। সম্প্রতি দেবদত্ত ভারতীয় এ দলের সদস্য হন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ৩৬, ৮৮ ও ২৬ রানের ইনিংস খেলেছেন। তিনি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ টেস্টে ৬৫ করেছিলেন।
পারথ টেস্টে ভারতীয় স্কোয়াড হল, যশপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রাণা, নীতীশ কুমার ও ওয়াশিংটন সুন্দর।