বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার আশাও প্রায় শেষ বাবর আজমদের। এর মধ্যেই পাক ক্রিকেটে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্বজন পোষণের অভিযোগ উঠেছে ইনজামাম উল হকের বিরুদ্ধে। নির্বাচক প্রধান হিসেবে ইমাম উল হককে সুযোগ দিতেন প্রাক্তন তারকা ব্যাটার। সম্পর্কে ইমাম আবার ইনজামামের ভাইপো। এবার এই অভিযোগের তদন্ত শুরু করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ একটি বিবৃতিতে বলেন, ‘দল নির্বাচনের ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবে কমিটি। তার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।’ অভিযোগ 'ইয়াজো ইন্টারন্যাশানাল লিমিটেড' নামে একটি কোম্পানির মালিকানার একটি অংশ রয়েছে ইনজামামের। এই কোম্পানির মালিক আবার তালহা রেহমানি। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট এই তালহা। প্রশ্ন ওঠে, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে এই এজেন্টের। গত কয়েক দিন ধরেই পাক বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘিরে বিতর্ক তুঙ্গে, সেখানে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। তার পরেই পদত্যাগ করেন ইনজামাম।
পদত্যাগ করে ইনজামাম জানিয়েছেন, এই অভিযোগের নিরেপক্ষ তদন্তের জন্যই তিনি পদ থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাতে বিতর্ক থামেনি। পাকিস্তান ক্রিকেটের খারাপ সময় স্বজনপোষণ নিয়ে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় আরও অস্বস্তিতে পিসিবি। এর আগে পাক ক্রিকেটের কর্তার সঙ্গে বাবর আজমের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিন শট সংবাদমাধ্যমের হাতে এসে পড়ে। কীভাবে এমনটা হল তা নিয়েও বিতর্ক চলছে।
তবে স্বজনপোষণ বিতর্ক থামাতে তৎপর পিসিবি। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে সুযোগ পাননি ইমাম উল হক। তবে সে ক্ষেত্রে ফর্মও একটা বড় কারণ হতে পারে। এবারের বিশ্বকাপে মাত্র ১২ রান করেছেন তিনি।