Advertisement

ICC World Cup 2023 Final India VS Australia: DRS না নিয়ে ভুল আউটের শিকার স্মিথ, ফাইনালে বড় ভুল অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের ফাইনালের মতো বড় মঞ্চে ডিআরএস নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল অস্ট্রেলিয়া। আউট না হলেও, তাই ফিরে যেতে হল স্টিভ স্মিথকে। শুরুতে ব্যাট করতে নেমে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ২৪০ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। রান বেশ কম। অল্প পুঁজি নিয়ে বল করতে নামলেও শুরুটা ভাল ছিল না টিম ইন্ডিয়ার। যদিও শামি, বুমরাদের উৎসাহ দিচ্ছিল আহমেদাবাদের স্যুইং। আর তাতে ভর করেই দুই উইকেট তুলে নিয়েছিল ভারতীয় দল।

আউট হলেন স্মিথ
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 19 Nov 2023,
  • अपडेटेड 7:55 PM IST

বিশ্বকাপের ফাইনালের মতো বড় মঞ্চে ডিআরএস নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল অস্ট্রেলিয়া। আউট না হলেও, তাই ফিরে যেতে হল স্টিভ স্মিথকে। শুরুতে ব্যাট করতে নেমে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ২৪০ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। রান বেশ কম। অল্প পুঁজি নিয়ে বল করতে নামলেও শুরুটা ভাল ছিল না টিম ইন্ডিয়ার। যদিও শামি, বুমরাদের উৎসাহ দিচ্ছিল আহমেদাবাদের স্যুইং। আর তাতে ভর করেই দুই উইকেট তুলে নিয়েছিল ভারতীয় দল।

এরপরেই ভুল করে বসেন স্মিথ। ভারতের দুই পেসারের দাপটে একেবারেই ভালো ছন্দে ছিলেন না স্মিথ। এবারের বিশ্বকাপেও বারেবারে লেগ বিফোর হয়েছেন স্মিথ। আর রবিবারেও বুমরার ভেতরের দিকে ঢুকে আসা বল পায়ে লাগে। স্বাভাবিক ভাবেই আউটের আপিল করেন বুমরা। আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর, তিনি ডিআরএস নেবে কিনা তা পার্টনার ট্রাভিস হেডকে জিজ্ঞাসা করেন স্মিথ। হেড যদিও বলে দেন, রিভিউ নেওয়ার দরকার নেই। ডিআরএস না নিলেও পরে দেখা যায়, বলটা পড়েছিল অফ স্ট্যাম্পের বাইরে। বলের ইমপ্যাক্টও ছিল অফস্ট্যাম্পের বাইরে। রিভিউ নিলে, উইকেটে টিকে থাকতে পারতেন স্মিথ।

এই ধরনের লো স্কোরিং ম্যাচে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্মিথ দলের অভিজ্ঞ একজন ব্যাটার। তিনি এভাবে ভুল আউটের স্বীকার হওয়ায় সমস্যায় পড়তে হয় অস্ট্রেলিয়াকে। ২৪০ রান এমনিতে একদিনের ক্রিকেটে একেবারেই বড় রান নয়। তবে আহমেদাবাদের যে পিচে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে, সেখানে এর আগে খেলা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচেও পিচ বেশ স্লো ছিল। এদিন যত সময় গড়িয়েছে, ততই যেন স্লো হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ।

রাত বাড়তে বাড়তে শিশির পড়তে দেখা যায় এই সময় ভারতের যে কোনও প্রান্তে। তবে আহমেদাবাদে শিশিরের সমস্যা নেই। ফলে, ভারতীয় দল যদি ভালো বল করতে পারে তা হলে এই রান নিয়েও ম্যাচ জিততেই পারে। বিশেষ করে ভারতীয় দলে যে ধরনের স্পিনার ও পেসাররা রয়েছেন তাতে সমস্যা হওয়ার কথা নয়।      

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement